সামরিক শক্তি বাড়ানোর ডাক কিম জং-উনের

সামরিক শক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

>>রয়টার্স
Published : 13 June 2021, 02:19 PM
Updated : 13 June 2021, 02:19 PM

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ শনিবার এ খবর জানিয়েছে। তবে কোনও সামরিক কর্মসূচির পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ।

গত শুক্রবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। কোরিয়া উপদ্বীপে সাম্প্রতিককালের দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই বৈঠক ডাকা হয় বলে জানান কিম।

বৈঠকে কয়েকজন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা, বদলি করা ও নতুন কর্মকর্তা নিয়োগ নিয়েও কথা বলেন কিম। জাতীয় প্রতিরক্ষা খাতে নতুন করে মোড় ঘুরিয়ে দিতে কিম গুরুত্বপূর্ণ কিছু কার্যসূচি নিয়ে আলোচনা করেন।

এ মাস শেষে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সেন্ট্রাল কমিটির পরিকল্পনা বিষয়ক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে খবরে।