মিয়ানমারের কায়াহ রাজ্যে অনাহারে গণমৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

মিয়ানমারের কায়াহ রাজ্যে লড়াই-সংঘাতের মুখে লাখো মানুষ পালিয়ে জঙ্গলে আশ্রয় নিচ্ছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। অনাহারে যে কোনও সময় সেখানে গণহারে মানুষ মারা পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

>>রয়টার্স
Published : 9 June 2021, 04:55 PM
Updated : 9 June 2021, 04:55 PM

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কর্মকর্তারা বুধবার এ সতর্কবার্তা দেন।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। তারপর থেকে থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ রাজ্যের বেশ কয়েকটি ‘সশস্ত্র’ বিদ্রোহী দলের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে।

প্রাণ বাঁচাতে কায়াহ রাজ্যের এক লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুস এক বিবৃতিতে বলেন, ‘‘কায়াহ রাজ্যে জান্তাবাহিনীর নিষ্ঠুরতা, নির্বিচার হামলার কারণে সেখানে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাণ হারানোর হুমকিতে আছে।”

“আরও সরাসরি বললে, ১ ফেব্রুয়ারির ‍অভ্যুত্থানের পর সেখানে কী অবস্থা বিরাজ করছে তা আমরা জানি না। এখনই ব্যবস্থা না নিলে অনাহারে এবং রোগ ভুগেও সেখানে আরও বহু মানুষ মারা যাবে।”

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী থাইল্যান্ডও উদ্বেগ প্রকাশ করেছে। থাইল্যান্ড সীমান্তে লড়াই চলায় কায়াহ রাজ্যের বহু মানুষ পালিয়ে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। শরণার্থীদের এ বন্যা থাইল্যান্ড সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

থাইল্যান্ড সরকার থেকে মিয়ানমারের জান্তা বাহিনীকে লড়াই বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।