কোভিড: সেরে ওঠার ৩ মাস পর টিকা নেওয়ার পরামর্শ ভারতে

বিপুল জনসংখ্যার দেশ ভারতে বেশিরভাগ মানুষের টিকা নেওয়া শেষ হওয়ার আগেই যারা কোভিড আক্রান্ত হচ্ছেন বা প্রথম ডোজ টিকা নেওয়ার পর আক্রান্ত হচ্ছেন, তাদের টিকা নেওয়ার সঠিক সময় কখন তা বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2021, 04:24 PM
Updated : 19 May 2021, 04:24 PM

দেহে করোনাভাইরাসের প্রভাব শেষের বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরই টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সেক্ষেত্রে কোভিড থেকে সেরে ওঠার তিন মাস পর টিকা নেওয়া উচিত বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় বিশেষজ্ঞদের একটি দল।

এমনকী যারা টিকার প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত হয়েছেন তাদেরও তিন মাস পরেই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‘দ্য হিন্দু’ পত্রিকা জানায়, ‘দ্য ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাক্সিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯’ (এনইজিভিএসি) নতুন এই পরামর্শ দিয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরামর্শ গ্রহণ করেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যাবে এ নিয়ে ভারতে এতদিন কোনও দিকনির্দেশনা ছিল না। চিকিৎসকরা রোগীদের তাদের শরীরের অবস্থা বুঝে দুই থেকে চার সপ্তাহ পর টিকা গ্রহণের পরামর্শ দিতেন।

কয়েকদিন আগে দিল্লির ‍‘অল-ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স’ এর প্রধান ডা. রণদ্বীপ গুলেরিয়া এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার চার সপ্তাহ পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ডা. রণদ্বীপ ভারতের কেন্দ্রীয় সরকারের কোভিড টাক্স ফোর্সেরও সদস্য। এনইজিভিএসি থেকে শিশুকে বুকের দুধ পান করান এমন মায়েদেরও কোভিড টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারত সরকার কয়েকদিন আগে অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নেওয়ার মধ্যকার ব্যবধানও বাড়াতে বলেছে। ভারতে এই টিকা কোভিশিল্ড নামে পরিচিত।

সরকার কোভিশিল্ডের দুই ডোজ টিকা গ্রহণের মধ্যে ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করতে বলেছে। আগে ছয় থেকে আট সপ্তাহ ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে বলা হয়েছিল।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে টিকার সংকট দেখা দিয়েছে। বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী দেশ হয়েও টিকার অভাবে দেশটিতে গণ টিকাদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।