সিঙ্গাপুরে কোভিড টিকা পাচ্ছে ১২-১৫ বছর বয়সীরাও

আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদেরও কোভিড টিকা দেওয়ার অনুমোদন দিল সিঙ্গাপুর।

>>রয়টার্স
Published : 18 May 2021, 02:27 PM
Updated : 18 May 2021, 02:27 PM

সম্প্রতি সেখানে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের মতোই অল্পবয়স্কদের ক্ষেত্রেও কোভিড-১৯ টিকা অনেক বেশি কার্যকর এবং একইরকম নিরাপদ।”

সিঙ্গাপুরে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড টিকা দেওয়া হচ্ছে। সরকার দুই ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে।

এখন সিঙ্গাপুরে তিন থেকে চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, যা বাড়িয়ে ছয় থেকে আট সপ্তাহ করা হয়েছে।

সোমবার প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, সিঙ্গাপুরের ৫৭ লাখ মানুষের মধ্যে প্রায় ২০ লাখ মানুষই প্রথম ডোজ টিকা নিয়ে ফেলেছে। আর প্রায় ১৪ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরে টিকার সরবরাহ সময়মতই পৌঁছেছে এবং দেশটি এ বছরের মধ্যেই টিকাদান কর্মসূচি শেষ করার আশা করছে।