করোনাভাইরাস: বসন্তে এভারেস্টে আরোহন বাতিল করল চীন

নেপালে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে চীন চলতি বছরের বসন্ত মৌসুমে তিব্বতের অংশ দিয়ে এভারেস্টে আরোহন বন্ধ করে দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2021, 04:40 PM
Updated : 15 May 2021, 04:40 PM

শুক্রবার দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের দেওয়া এক বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে শনিবার সিনহুয়া এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনাভাইরাসে বিপর্যস্ত নেপালে অক্সিজেন ক্যানিস্টারের ঘাটতি দেখা দেওয়ায় দেশটির কর্তৃপক্ষ পর্বতারোহীদেরকে তাদের খালি হওয়া ক্যানিস্টার জমা দিতে অনুরোধ করেছে।

গত বছর বন্ধ রাখার পর দেশটি এ বছরের এপ্রিল-মে মৌসুমে এভারেস্ট আরোহনে রেকর্ড ৪০৮টি অনুমতি দিয়েছে; বিপরীতে তিব্বত অংশ দিয়ে আরোহনে অনুমতি পেয়েছিলেন মাত্র ২১ চীনা পর্বতারোহী।

গত সপ্তাহে চীনা গণমাধ্যমগুলো নেপালের দিক থেকে ওঠা পর্বতারোহীদেরকে তিব্বতের অংশ দিয়ে আরোহনকারীদের থেকে বিচ্ছিন্ন রাখতে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেইজিং এভারেস্টের চূড়ায় একটি ‘বিভেদ রেখা’ টানার পরিকল্পনা করছে বলে জানিয়েছিল।