মহামারীতে প্রথম আইস হকি টুর্নামেন্টে নেমেই পুতিনের ৯ গোল

করোনাভাইরাস মহামারী শুরুর পর প্রথম আইস হকি টুর্নামেন্টে খেলতে নেমে বেশ কয়েকটি গোল দিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 01:12 PM
Updated : 11 May 2021, 01:12 PM

সোমবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে নাইট হকি লীগ নামে একটি অ্যামেচার টুর্নামেন্টে তাকে খেলতে দেখা যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এক মাসেরও বেশি সময় আগে কোভিড ভ্যাকসিন নেওয়া পুতিন রোববার তার শরীরে টিকার উৎপাদিত অ্যান্টিবডির স্তর পরীক্ষা করে ‘ভালো ফল’ দেখার কথাও জানিয়েছেন।

আইস হকি কিট ও ১১ নম্বর জার্সি গায়ে খেলতে নামা পুতিনের খেলা দেখতে সোমবার রাতে ইনডোর স্টেডিয়ামটির গ্যালারিতে বেশকিছু দর্শকও দেখা গেছে।

২০১১ সালে প্রতিষ্ঠিত এ নাইট হকি লীগে সাধারণত প্রতিযোগিতামূলক আইস হকি থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের পাশাপাশি ব্যবসায়ী ও রুশ রাজনীতিকরা অংশ নেন।

২০১৯ সালের ডিসেম্বরে পুতিন সর্বশেষ এ লীগে খেলেছিলেন, সেবার তিনি ৮ গোল করেন।

সোমবারের খেলায় পুতিনের দল ১৩-৯ গোলে জিতেছে; বিজয়ীদের গোলগুলোর মধ্যে ৯টিই পুতিন দিয়েছেন বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।

এদিনের আয়োজনে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভরোবায়েব ছাড়াও বেশ কয়েকজন সাবেক রুশ আইস হকি খেলোয়াড় ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

জুডোতে ‘ব্ল্যাক বেল্ট’ পাওয়া পুতিনকে খেলোয়াড়দের জড়িয়ে ধরতে, পিঠ চাপড়ে দিতে এবং বরফে দাঁড়িয়ে পুরস্কার বিতরণ করতেও দেখা গেছে।   

রুশ এ প্রেসিডেন্ট সোমবার পর্যন্ত রাশিয়ার ২ কোটি ১৫ লাখ নাগরিক কোভিডের ভ্যাকসিন নিয়েছে বলে জানিয়েছেন। এ সংখ্যা রাশিয়ার মোট জনসংখ্যায় প্রায় ১৫ শতাংশ।

সোমবার রুশ কর্তৃপক্ষ সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৪৬৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছে; সব মিলিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৮ লাখ ৮৮ হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ১২ হাজার।