রাশিয়ায় স্কুলে গুলির ঘটনায় নিহত ৮

রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত আট জন নিহত ও বহু আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 08:53 AM
Updated : 11 May 2021, 10:36 AM

মঙ্গলবারের এ ঘটনায় নিহতদের মধ্যে স্কুলটির সাত শিশু শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানোভ।  

রাজধানী মস্কো থেকে ৮২০ কিলোমিটার পূর্বের শহর কাজানের এ ঘটনায় স্কুলটির একজন শিক্ষকও নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একজন বন্দুকধারী হামলাটি চালিয়েছে জানিয়ে মিন্নিখানোভ গুলিবর্ষণের ঘটনাটিকে ‘শোচনীয়’ ও ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় অন্য কারও জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

পুলিশ ১৯ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করে ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে মিন্নিখানোভ বলেন, “চার জন বালক ও তিন জন বালিকা নিয়ে মোট সাতটি শিশুকে হারিয়েছি আমরা। আরও ১২ জন শিশু ও চার জন প্রাপ্তবয়স্কসহ মোট ১৬ জন আহত হয়েছেন, তারা হাসপাতালে আছেন।

“ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একজন ১৯ বছর বয়সী তরুণ, লাইসেন্স করা একটি বন্দুকের মালিক সে।” 

মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে বলে ধারণা করা হচ্ছে। কারণ রাশিয়ার সংবাদ সংস্থাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে মৃতের সংখ্যা ১১ জন বলে জানিয়েছিল।

কিন্তু বিবিসি জানিয়েছে, দেশটির কর্মকর্তারা আট জন নিহতের কথা নিশ্চিত করেছেন।

মিন্নিখানোভ সাত জনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও পরে তার গণমাধ্যম বিভাগ একজন শিক্ষকও নিহত হয়েছেন বলে জানিয়েছে।

কাজান শহরটি রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্র তাতারস্তানের রাজধানী।