স্পুৎনিক টিকা কালাশনিকভের মতোই নির্ভরযোগ্য: পুতিন

রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি’র প্রশস্তি গাইতে গিয়ে জীবনদায়ী এই টিকার সঙ্গে প্রাণ হরণকারী কালাশনিকভ রাইফেলের তুলনা করলেন ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 05:19 PM
Updated : 8 May 2021, 05:19 PM

রুশ উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকভার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এই তুলনা দেন বলে বিবিসি জানিয়েছে।

এক ডোজের স্পুৎনিক টিকা রাশিয়ার অনুমোদনের দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, স্পুৎনিক টিকা কালাশনিভের মতোই নির্ভরযোগ্য।

সোভিয়েত ইউনিয়ন জমানায় তৈরি কালাশনিকভ রাইফেল সারাবিশ্বে পরিচিত এক মারণাস্ত্র। কার্যকারিতার জন্য এর ব্যবহার এখনও কমেনি।

অন্যদিকে বিশ্বজুড়ে মহামারি নামিয়ে আনা করোনাভাইরাসে মৃত্যু ঠেকাতে বিভিন্ন দেশে তৈরি হয়েছে টিকা, যার একটি রাশিয়ায় তৈরি স্পুৎনিক-ভি।

পুতিন বরাবরই নিজ দেশের এই টিকার কার্যকারিতা নিয়ে উচ্চকণ্ঠ।

তবে কালাশনিকভের সঙ্গে এই টিকার তুলনার ক্ষেত্রে পুতিন অস্ট্রিয়ার এক চিকিৎসকের মন্তব্য ধার করেন বলে বিবিসি জানিয়েছে।

এর আগে ওই চিকিৎসক স্পুৎনিকের কার্যকারিতার সঙ্গে কালাশনিকভের তুলনা করেছিলেন, যা পুতিন পুনরুল্লেখ করেন।

রাশিয়া দাবি করেছে, তাদের তৈরি দুই ডোজের স্পুৎনিক টিকা ৯২ শতাংশ কার্যকর, আর নতুন আনা এক ডোজের স্পুৎনিক লাইটের কার্যকারিতাও ৭৯ দশমিক ৪ শতাংশ।