বিস্ফোরণের পর মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা গুরুতর

মালদ্বীপের রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে আহত সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদের অবস্থা গুরুতর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 04:44 PM
Updated : 7 May 2021, 06:59 PM

বিবিসি জানায়, তার মাথা, বুক, তলপেটসহ শরীরের একাধিক জায়গায় অস্ত্রোপচার করতে হয়েছে।

এরপর শুক্রবার তাকে আশঙ্কাজনক অবস্থায় ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বাইরে জড়ো হয়েছে তার সমর্থকরা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাশিদকে তার বাড়ির বাইরে বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।

হামলায় আরও চারজন আহত হয়েছেন। এদের মধ্যে নাশিদের দেহরক্ষী দুইজন। আর ঘটনাস্থলে উপস্থিত  দুইজন আহত হন। এই দু’ইজনের একজন ব্রিটিশ নাগরিক। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ এই হামলার ঘটনাকে ‘মালদ্বীপের গণতন্ত্র ও অর্থনীতির ওপর হামলা’ বলে অভিহিত করেছেন। ঘটনা তদন্তে সহায়তা করতে অস্ট্রেলিয়ার পুলিশ মালদ্বীপে যাচ্ছে।

হামলা সম্পর্কে যা জানা গেছে:

বৃহস্পতিবার রাজধানী মালেতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জারি থাকা রাত্রিকালীন কারফিউ শুরুর আগে দিয়ে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোহাম্মদ নাশিদের গাড়ির কাছে একটি মোটরসাইকেলে ঘরে-তৈরি বোমা পাতা ছিল।

হামলার দায় কেউ স্বীকার না করলেও পুলিশ বলছে, সব তথ্যপ্রমাণ থেকে ঘটনাটি সন্ত্রাসী হামলা বলেই প্রতীয়মান হচ্ছে।

পুলিশ কমিশনার মোহাম্মদ হামিদ বলেছেন, ঘটনা তদন্তে নেমেছেন ৪৫০ জন কর্মকর্তা। শনিবার অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) থেকে দুই বিশেষজ্ঞ মালদ্বীপে পৌঁছবেন।

এ নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ হত্যাচেষ্টার অভিযোগ তদন্তে মালদ্বীপকে সহায়তা করছে। এর আগে ২০১৫ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের স্পিডবোটে বিস্ফোরণের যৌথ তদন্ত চালিয়েছিল এএফপি এবং এফবিআই।

এবার জাতিসংঘের মাদক ও অপরাধ দমন সংস্থা (ইউএনডিওসি) থেকে দুই ব্রিটিশ বিশেষজ্ঞও মালদ্বীপকে তদন্তে সহায়তা করছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট সলিহ খুব দ্রুতই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দুস্কৃতকারীরা আইনের হাত থেকে রেহাই পাবে না।