সৌদি আরব সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করতে দুই দিনের সফর সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 01:04 PM
Updated : 7 May 2021, 01:32 PM

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার ইমরান খানের সৌদি আরব যাওয়ার কথা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক কিছু বিষয় নিয়েও আলোচনা করবেন।

২০১৮ সালে সৌদি আরব পাকিস্তানকে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের ‘অয়েল ক্রেডিট’ সুবিধা দেয়। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধের জেরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তাতে রিয়াদের সমর্থন দাবি করেছিল। কিন্তু রিয়াদ তাতে সমর্থন না দিয়ে বরং পাকিস্তানকে ঋণ ফেরত দিতে চাপ দেয়।

ওই সময় আর্থিক সহায়তার জন্য পাকিস্তান চীনের দিকে ঝুঁকে পড়ে।

ইমরান খানের সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি আরব যান এবং শুক্রবার যুবরাজ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন।