ভারত-পাকিস্তান-ফিলিপিন্সের ফ্লাইট নিষিদ্ধ করছে হংকং

ভারত, পাকিস্তান এবং ফিলিপিন্সের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল ২০ এপ্রিল থেকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করতে চলেছে হংকং।

>>রয়টার্স
Published : 19 April 2021, 03:03 PM
Updated : 19 April 2021, 03:04 PM

এই তিন দেশকে করোনাভাইরাসের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসাবে চিহ্নিত করেছে হংকং।

সম্প্রতি হংকংয়ে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সরকার ফ্লাইটে এই নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে।

গত ১৪ দিনে হংকংয়ে বিদেশি ফ্লাইটে আসা বেশ কয়েকজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার হংকংয়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে ২৯ জনই বাইরের দেশ থেকে আসা।

এদিন হংকং সরকার মুম্বাই-হংকং রুটের ভিস্তারা ফ্লাইট ২ মে পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভিস্তারা মুম্বই-হংকং ফ্লাইটের কয়েকজন যাত্রীর করোনাভাইরাস পজিটিভ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে দিল্লি-হংকং ফ্লাইটের কয়েকজন যাত্রীর করোনাভাইরাস পজিটিভ আসার পর ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দিল্লি-হংকং রুটে ভিস্তারার ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছিল।

এবার ভিস্তেরার পাশাপাশি হংকংয়ের ফ্লাইট নিষেধাজ্ঞার আওতায় পড়বে ভারত,পাকিস্তান ও ফিলিপিন্সের ক্যাথাই প্যাসিফিক এবং সেবু প্যাসিফিকের মতো ফ্লাইটগুলো।

সোমবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং আগামী ২ মে পর্যন্ত তা বহাল থাকবে।