রেড সিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইরানের ‘গোয়েন্দা জাহাজ’
নিউজডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 12:11 AM BdST Updated: 08 Apr 2021 12:11 AM BdST
রেড সি তে ইয়েমেন উপকূলে নোঙ্গর করে রাখা ইরানের একটি কার্গো জাহাজে বিস্ফোরণ ঘটিয়ে সেটি ডুবিয়ে দেওয়া চেষ্টা হয়েছে। অভিযোগ রয়েছে, সেটি ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা জাহাজ।
বিবিসি জানায়, মঙ্গলবার ইরানের ‘দ্য সাভিজ’ নামের ওই জাহাজে বিস্ফোরণ ঘটানো হয়। তবে কেউ হতাহত হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করে কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘‘ওটি একটি বেসামরিক জাহাজ। যেটি ওই অঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অন্যান্য জাহাজকে নিরাপত্তা দিতে সেখানে নোঙ্গর করে ছিল।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টার দিকে (০৩:০০ জিএমটি) দ্য সাভিজে বিস্ফোরণ ঘটনো হয় বলে জানান তিনি। যাতে জাহাজের সামান্যই ক্ষতি হয়েছে।
বলেন, ‘‘এ ঘটনায় প্রযুক্তিগত বিষয় এবং কী কারণে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘‘এটা সামরিক জাহাজ নয়। এটিকে ওই অঞ্চলে নৌপথে জাহাজ চলাচলে নিরাপত্তা দেয়া এবং জলদস্যুদের সঙ্গে যুদ্ধে সাহায্যের জন্য পাঠানো হয়েছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ওই জাহাজে হামলার কথা বলেছে।
ওই কর্মকর্তা বলেন, ইরানের জাহাজটির পানির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘‘এর আগে ইসরায়েলের জাহাজে ইরানের হামলার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে।”
এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি দুই চিরবৈরী দেশ একে অপরের মালিকানাধীন জাহাজে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
ইরানের ওই জাহাজে বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্রের বাহিনী কোনোভাবেই জড়িত নয় বলে জানায় দেশটির সেনাবাহিনীর সেন্ট্রার কমান্ড।
ইরানের কর্মকর্তারাও এখনো কারো দিকে অভিযোগের তীর ছোড়েননি।
-
কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
-
মিয়ানমারের লাখ লাখ নাগরিক অনাহারের মুখে: জাতিসংঘ
-
পাকিস্তানের বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত ৪
-
ইসরায়েলে সিরীয় ক্ষেপণাস্ত্র পড়ার পর পাল্টা হামলা
-
যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্র্যাভেল’ তালিকায় বাংলাদেশসহ ১১৬ দেশ
-
৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ
-
ভারতের হাসপাতালে অক্সিজেন ট্যাংকে ফুটো, ২২ রোগীর মৃত্যু
-
ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কার প্রশ্নে পাকিস্তানের পার্লামেন্টে ভোট
-
কোভিড- ১৯: সিঙ্গাপুরে ১১০০ বিদেশি শ্রমিক কোয়ারেন্টিনে
-
নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ১৭০০
-
মিয়ানমারের লাখ লাখ নাগরিক অনাহারের মুখে: জাতিসংঘ
-
যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্র্যাভেল’ তালিকায় বাংলাদেশসহ ১১৬ দেশ
-
বাংলাদেশসহ তিন দেশ থেকে ওমান ভ্রমণে নিষেধাজ্ঞা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার