সুদানে জাতিগত সংঘাতে নিহত অর্ধশত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 04:58 PM BdST Updated: 06 Apr 2021 04:58 PM BdST
সুদানের পশ্চিম দারফুরে কয়েকদিনের জাতিগত সংঘাতে অন্তত ৫০ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার পশ্চিম দারফুর রাজ্য চিকিৎসক কমিটি এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিন দিনের সংঘর্ষের পর সুদান সরকার সোমবার রাজ্যটির রাজধানী এল জেনিইনাতে জরুরি অবস্থা ঘোষণা করে। একইদিন জাতিসংঘ পশ্চিম দারফুরে সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছিল।
গত বছর শান্তিচুক্তি স্বাক্ষর ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার পর দারফুর অঞ্চলে সহিংসতার যে পুনরুত্থান দেখা যাচ্ছে পশ্চিম দারফুরে গত কয়েকদিনের রক্তক্ষয় তার মধ্যে সাম্প্রতিকতম।
এবারের সংঘাতে ভারী অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড ব্যবহৃত হয়েছে বলে এলাকাটির বাসিন্দারা জানিয়েছেন, পাশাপাশি রয়টার্সের দেখা জাতিসংঘের এক অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনেও এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বাসিন্দাদের তোলা ছবি ও ভিডিওতে এল জেনিইনার বিভিন্ন এলাকার উপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম দারফুরের এ রাজধানীতে মাসালিত ও আরব গোত্রগুলোর মধ্যে একই ধরনের সংঘর্ষে অন্তত ১২৯ জন নিহত ও এক লাখ আট হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
২০০৩ সালে সুদানের ওমর আল-বশিরের সরকার বিদ্রোহ দমনে সশস্ত্র মিলিশিয়াদের সহায়তা করার পর থেকেই দারফুর তুমুল সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানি দেখে আসছে।
২০১৯ সালের এপ্রিলে বশির ক্ষমতাচ্যুত হলেও কর্তৃপক্ষ দারফুরসহ সুদানের বেশ কয়েকটি অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে হিমশিম খাচ্ছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের ৪টিই মধ্যপ্রাচ্যের
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- ‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯