২০৩৬ পর্যন্ত ‘ক্ষমতায় থাকার’ আইনে স্বাক্ষর পুতিনের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 03:08 PM BdST Updated: 06 Apr 2021 03:08 PM BdST
রাশিয়ায় প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন একটি আইনে স্বাক্ষর করেছেন যেটি তাকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে পারে।
সোমবার দেশটির সরকার প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত এ আইনে পুতিনের স্বাক্ষর করার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ আইনের বলে পুতিন ২০২৪ সালে চলতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের মাধ্যমে আরও দুইদফা প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পাবেন। তেমনটা হলে তিনি এক মেয়াদে ছয় বছর করে দুই মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের শীর্ষ পদে থাকতে পারবেন।
গত বছর গণভোটে রুশ জনগণ রাশিয়ায় সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এ নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন।
দেশটিতে এখন প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর। কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী, দেশটিতে কেউই আর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না।
পুতিন এর আগেও তিন দফা রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আগের আইনে এক প্রেসিডেন্ট টানা দুই মেয়াদের বেশি পদে থাকতে পারতেন না।
প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত নতুন এ বিলটি গত মাসে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছিল।
পুতিনের বর্তমান মেয়াদ নতুন আইনটির আওতায় পড়বে না। সেক্ষেত্রে ৬৮ বছর বয়সী এ প্রেসিডেন্ট ২০২৪ সালের পর আরও দুটি মেয়াদ ক্রেমলিনের শীর্ষ পদে থাকতে পারবেন।
তবে তিনি এ সুযোগ কাজে লাগাবেন কিনা, সে সম্বন্ধে তার দিক থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ২০৩৬ সালে সাবেক এ কেজিবি কর্মকর্তার বয়স ৮৩ বছর হবে।
রাশিয়ার জনগণ গত বছর সংবিধানে যেসব পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল, তাতে প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত বিষয় ছাড়াও পেনশন সুরক্ষা জোরদারের মতো কল্যাণমূলক অনেক কিছুই ছিল।
জনসমর্থন আদায়ের লক্ষ্যেই পুতিন এ সবকিছুকে একটি প্যাকেজের আওতায় গণভোটে হাজির করেছিলেন বলে ভাষ্য সমালোচকদের। সংবিধান পরিবর্তনের গণভোটকে তাদের অনেকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ বলেও অভিহিত করেছেন।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
ভারতের বাইরে কোভ্যাক্সের টিকা পাওয়ার সমস্যা মিটেছে: ইউনিসেফ
-
২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের ৪টিই মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ