দুবাইয়ে বারান্দায় নগ্ন ছবি তুলে গ্রেপ্তার
নিউজডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2021 11:34 PM BdST Updated: 05 Apr 2021 11:34 PM BdST
দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্টের বারান্দায় একদল নারীর নগ্ন হয়ে ছবি তোলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর জনসম্মুখে লাম্পট্যের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
বিবিসি জানায়, শনিবার মেরিনা ডিস্ট্রিক্টে ওই নারীদের ছবি তোলার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে।
ওই নারীদের মধ্যে ১১ জন ইউক্রেইনের নাগরিক বলে বিবিসিকে নিশ্চিত করেছে ইউক্রেইন কনস্যুলেট। রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আটকদের দলে রাশিয়ার একজন নারীও আছেন।
দুবাইয়ের আইন অনুযায়ী জনসম্মুখে লাম্পট্যের অভিযোগে দোষীসাব্যস্ত হলে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা দিতে হতে পারে।
ইউক্রেইন কনস্যুলেট থেকে আগামী মঙ্গলবার ওই নারীদের সঙ্গে দেখা করার কথা। আর রুশ সংবাদমাধ্যমে শুরুতে দেশটির আটজন নারী ওই দলের থাকার কথা বললেও পরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নিউজ এজেন্সি জানায়, দলে একজন নারী রুশ এবং তিনি ওই ফটোশ্যুটের আয়োজন করেছিলেন। এজন্য তার সর্বোচ্চ ১৮ মাসের কারাদণ্ড হতে পারে।
দুবাই পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘এ ধরনের অগ্রহণযোগ্য আচরণ আমিরাতের সমাজ ব্যবস্থার নীতি ও মূলবোধকে কোনোভাবেই ধারণ করে না।”
দুবাইয়ের আইন অনুযায়ী সেখানে বসবাস করা বা ভ্রমণে যাওয়া সবাই সেখানকার আইনের আওতায় পড়বেন।
এর আগে ২০১৭ সালে দুবাইয়ে এক পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত যৌন সঙ্গম করার অভিযোগে ব্রিটিশ এক নারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ওই নারী মূলত ওই পুরুষের বিরুদ্ধে দুবাই পুলিশের কাছে তাকে হুমকি দিয়ে ম্যাসেজ পাঠানোর অভিযোগ করতে গিয়েছিলেন। পরে নিজেই আইনের জালে আটকে যান।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের ৪টিই মধ্যপ্রাচ্যের
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- ‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯