শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত এক, ৩ বন্ধুর আত্মহত্যা
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2021 04:38 PM BdST Updated: 05 Apr 2021 04:38 PM BdST
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এক বনে শিকারে গিয়ে দুর্ঘটনাবশত গুলি লেগে এক তরুণের মৃত্যু হওয়ার পর তার তিন বন্ধু আত্মহত্যা করেছেন।
রাজ্যটির টেরি জেলার কুণ্ডি গ্রামের কাছে একটি বনে এ ঘটনা ঘটেছে বলে রোববার এক কর্মকর্তা জানিয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
স্থানীয় মহকুমা হাকিম পিআর চৌহান জানিয়েছেন, একটি বন্দুক থেকে দুর্ঘটনাবশত বের হওয়া গুলিতে তাদের একজনের মৃত্যু হলে আরও তিন বন্ধু আত্মহত্যা করেন, অপরাধবোধ থেকে তারা এমনটি করেছে বলে ধারণা করা হচ্ছে।
তাদের সঙ্গে থাকা আরও দুই বন্ধু গ্রামবাসীদের এ ঘটনার খবর দেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার রাতে ভিলানগানা ব্লকের একটি গ্রাম থেকে সাত বন্ধু মিলে শিকারে গিয়েছিলেন বলে চৌহান জানান।
গুলি ভর্তি বন্দুক কাঁধে নিয়ে রাজিব (২২) দলটিকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছিলেন। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। কাঁধে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে বন্ধু সন্তোষের গায়ে লাগে।
রক্তক্ষরণে সন্তোষের মৃত্যু হলে অন্য বন্ধুরা ভীত হয়ে পড়েন। রাজিব বন্দুকসহ পালিয়ে যায় আর ঘটনার জন্য অত্যন্ত লজ্জিত বলে জানিয়ে সোবান, পঙ্কজ ও অর্জুন কীটনাশক পান করেন।
রাহুল ও সুমিত গ্রামে ফিরে গিয়ে ঘটনার কথা সবাইকে জানান।
গ্রামবাসীরা ওই তিন বন্ধুকে বেলেশ্বর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে পঙ্কজ ও অর্জুনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোবানের মৃত্যু হয়।
সাত বন্ধুর সবার বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
টেরির জেলা হাকিম ইভা আশিশ শ্রীবাস্তভা জানিয়েছেন, সবার ময়নাতদন্ত করা হয়েছে এবং ঘটনাটি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
ভারতের বাইরে কোভ্যাক্সের টিকা পাওয়ার সমস্যা মিটেছে: ইউনিসেফ
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে