ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০, নিখোঁজ ৭০
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2021 12:42 PM BdST Updated: 05 Apr 2021 05:15 PM BdST
ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেরোজার প্রভাবে ভারি বৃষ্টিপাতের মধ্যে বন্যা, ভূমিধস ও ঝড়ে মৃতের সংখ্যা অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে, আরও ৭০ জন নিখোঁজ রয়েছেন।
Related Stories
সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটির মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রায় ৩০ হাজার লোক বন্যা কবলিত হয়েছেন, তাদের মধ্যে অনেকে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন; কিন্তু পাঁচটি সেতু ভেঙে যাওয়ায় ও উপড়ে পড়া গাছে কিছু রাস্তা বন্ধ হয়ে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব নুসা তেংগারা প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে আকস্মিক বন্যা, ভূমিধস ও ঝড়ে ঘরবাড়ি হারানো প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
কয়েকশত ঘরবাড়ি ও সোলার পাওয়ার প্ল্যান্টসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিএনপিবি জানিয়েছে। ঘূণিঝড়ের কারণে সৃষ্ট প্রায় ছয় মিটার উঁচু ঢেউয়ের তোড়ে কয়েকটি জাহাজ ও ইঞ্জিন বোট ডুবে গেছে।
“(দুর্গতদের জন্য) খাবার, কম্বল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছি আমরা,” বলেছেন মুখপাত্র রাদিত্য।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট জোকো উয়িদোদো সমবেদনা প্রকাশ করেছেন এবং চরম আবহাওয়া পরিস্থিতির সময় ওই অঞ্চলের বাসিন্দাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন, কিন্তু বিএনপিবি সংখ্যাটি নিশ্চিত করতে পারছে না বলে জানিয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোররাতে ঘূর্ণিঝড় সেরোজা তিমুর দ্বীপের দক্ষিণপশ্চিমে সাভু সাগরে আঘাত হেনেছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে আরও বৃষ্টি, ঢেউ ও ঝড় বয়ে যেতে পারে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পের্তামিনা জানিয়েছে, চরম আবহওয়া পরিস্থিতির কারণে নুসা তেংগারায় জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না, কেরোসিনের একটি দোকান ও জ্বালানিবাহী চারটি লরি বন্যায় ডুবে গেছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের ৪টিই মধ্যপ্রাচ্যের
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- ‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯