কোভিড-১৯: তৃতীয় লকডাউনে প্রবেশ ফ্রান্সের
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2021 06:00 PM BdST Updated: 04 Apr 2021 06:00 PM BdST
কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধ ও হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ার হুমকির মুখে তৃতীয়বারের মতো লকডাউন শুরু করেছে ফ্রান্স।
শনিবার থেকে শুরু হওয়া লকডাউনের এ পর্বে সব স্কুল ও জরুরি নয় এমন সব দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে আর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে, জানিয়েছে বিবিসি।
শুক্রবার দেশটির ইন্টেনসিভ কেয়ার ইউনিটগুলোতে (আইসিইউ) গুরুতর অসুস্থ কোভিড রোগীর সংখ্যা ১৪৫ জন বেড়েছে, পাঁচ মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ বৃদ্ধি।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কোভিড রোগীদের জন্য হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
ফ্রান্সের হাসপাতালগুলোর আইসিইউতে এখন প্রায় পাঁচ হাজার রোগী ভর্তি আছে। শুক্রবার দেশটিতে রেকর্ড ৪৬ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে আর ৩০৪ জনের মৃত্যু হয়েছে।
লকডাউনের মধ্যেই মঙ্গলবার থেকে দেশটির বাসিন্দাদের তাদের নিজেদের বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে যেতে হলে উপযুক্ত কারণ দেখাতে হবে।
আরেকটি লকডাউন দেওয়া ছাড়াই করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হল না।
ইউরোপজুড়ে করোনাভাইরাস টিকা কর্মসূচীর গতি ধীর হয়ে যাওয়ার মধ্যেই মহাদেশটির বিভিন্ন দেশে সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। ফ্রান্সকেও টিকা কর্মসূচীর গতি বাড়াতে সংগ্রাম করতে হচ্ছে। দেশটিতে করোনাভাইরাসে বেশ কয়েকটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে।
ইস্টার পরবের সময় সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে ফ্রান্সের প্রতিবেশী দেশ ইতালিও শনিবার থেকে তিন দিনের কঠোর লকডাউন জারি করেছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের ৪টিই মধ্যপ্রাচ্যের
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ