শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের পূর্বাঞ্চলীয় নর্থ আইল্যান্ডে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি)

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2021, 05:40 PM
Updated : 4 March 2021, 05:40 PM

শুক্রবারের এ শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরকে সাবধান থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উপকূলের কাছের কিছু কিছু এলাকার লোকজনকে উঁচু এলাকায় সরে যেতে পরামর্শ দিয়েছে নিউ জিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা- এনইএমএ।

“আশা করছি সেখানকার সবাই, বিশেষ করে পূর্ব উপকূলের বাসিন্দা, যারা সম্ভবত ভূমিকম্পের পুরো ধাক্কাটাই অনুভব করেছেন, তারা ঠিক আছেন,” ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।