টরোন্টোয় ভিড়ে  ভ্যান হামলা: অ্যালেক মিনাসিয়ান দোষীসাব্যস্ত

কানাডার টরোন্টোয় ২০১৮ সালের এপ্রিলে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে ১০ পথচারীকে হত্যার ঘটনায় অ্যালেক মিনাসিয়ানকে দোষীসাব্যস্ত করেছে দেশটির আদালত।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 04:42 PM
Updated : 3 March 2021, 05:06 PM

বিবিসি জানায়, কানাডার নাগরিক মিনাসিয়ান হামলার কথা স্বীকার করেছেন। কিন্তু তার আইনজীবীরা আদালতে দাবি করেন, মিনাসিয়ানের অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার আছে এবং কোনো অপরাধমূলক উদ্দেশ্যে নিয়ে তিনি ওই ঘটনা ঘটাননি।

বিচারক অ্যান মেলয় অবশ্য তাদের দাবি উড়িয়ে দিয়ে বলেন, মিনাসিয়ান ‘ঠণ্ডা মাথায় ওই হামলা চালিয়েছেন’।

ওই হামলায় আরো ১৬ জন আহত হন।

মিনাসিয়ানের বিরুদ্ধে ১০টি হত্যা এবং ১৬টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল বলে জানায় বিবিসি।