বিনা খরচে ৮ জনকে চাঁদে নিয়ে যেতে চান জাপানি ধনকুবের

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের যানে চড়ে চাঁদের আশপাশ ভ্রমণে সঙ্গী হতে সাধারণ মানুষদের আবেদন করতে বলেছেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 10:42 AM
Updated : 3 March 2021, 10:42 AM

আবেদনকারীদের মধ্যে বাছাই করা ৮ জন বিনা খরচে ওই ভ্রমণে যুক্ত হতে পারবে।

“আমি চাই সব ধরনের ব্যাকগ্রাউন্ডের লোক এতে যোগ দিক,” টুইটারে এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন মায়েজাওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমটিতে দেওয়া এক লিংকে তিনি আবেদনের বিস্তারিতও দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

মায়েজাওয়া জানান, পুরো যাত্রার খরচ তিনিই দেবেন, তাই যারা তার সঙ্গী হবেন তাদেরকে কোনো খরচ বহন করতে হবে না।

‘ডিয়ার মুন’ নামের এই মিশনে স্পেসএক্সের যানটির ২০২৩ সালে চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ছাড়ার কথা রয়েছে। 

বিবিসি জানিয়েছে, যারা চাঁদ ভ্রমণে জাপানি ধনকুবেরের সঙ্গী হতে চান তাদেরকে অবশ্যই দুটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হচ্ছে- ‘অন্য মানুষ এবং কোনো না কোনোভাবে বৃহত্তর সমাজের সহযোগিতা হচ্ছে’ তাদের এমন কর্মকাণ্ডকে অগ্রসর করতে হবে এবং একই আকাঙ্ক্ষাধারী অন্য ক্রু সদস্যদের সহযোগিতার ইচ্ছা থাকতে হবে।

“আমি সব আসন কিনে নিয়েছি, এ কারণে এটি হতে যাচ্ছে পুরোপুরি প্রাইভেট যাত্রা,” বলেছেন তিনি।

ফ্যাশন মুঘল ও শিল্প সংগ্রাহক মায়েজাওয়া এর আগে বলেছিলেন, স্টারশিপ রকেটে করে মহাকাশযাত্রায় তিনি তার সঙ্গী হিসেবে ৮ ‘শিল্পীকে’ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন।

অবশ্য এথন তিনি বলছেন, তার প্রকল্প ‘বিশ্বের বিভিন্ন অংশের মানুষকে এ যাত্রায় যোগ দেওয়ার সুযোগ করে দেবে’।

“আপনি যদি নিজেকে শিল্পী হিসেবে দেখেন, তাহলেই আপনি শিল্পী,” বলেছেন মায়েজাওয়া।

গত বছর তিনি মহাকাশযাত্রায় তার সঙ্গী হতে নতুন গার্লফ্রেন্ডের খোঁজে একটি প্রামাণ্যচিত্রের কাজও শুরু করেছিলেন; পরে অবশ্য ‘মিশ্র অনুভূতি’কে কারণ দেখিয়ে ওই প্রকল্পটি বাতিল করে দেন তিনি। 

২০১৮ সালে ইলন মাস্ক মালিকানাধীন স্পেসএক্স তাদের যানে করে চাঁদের আশপাশ ঘুরে দেখতে যাওয়া প্রথম টিকেট কাটা যাত্রী হিসেবে মায়েজাওয়ার নাম ঘোষণা করে।

এ ভ্রমণের খরচ বাবদ যাত্রী কী পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছেন তা জানানো হয়নি। তবে মাস্ক বলেছেন, ভ্রমণবাবদ মায়েজাওয়ার দেওয়া অর্থের পরিমাণ ‘বিপুল’।

২০২৩ সালে পরিকল্পনামাফিক এ ভ্রমণটি হলে তা হবে ১৯৭২ সালের পর চাঁদে মানুষের প্রথম যাত্রা।