মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাল মালয়েশিয়া
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2021 12:53 PM BdST Updated: 24 Feb 2021 01:00 PM BdST
মালয়েশিয়া আদালতের আদেশ অমান্য করে ও মানবাধিকার গোষ্ঠীগুলোর আবেদন অগ্রাহ্য করে মিয়ানমারের ১০৮৬ জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ওই অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো হয়, জাহাজে তোলার আগে ট্রাক ও বাসে করে তাদের বন্দরে নিয়ে আসা হয়; জানিয়েছে বিবিসি।
এর আগে মিয়ানমারের এই নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল কুয়ালালামপুর হাইকোর্ট।
দেশটির নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করতে যে বিচারিক পর্যালোচনার আবেদন করা হয়েছিল বুধবার সকালে আদালতে তার শুনানির কথা ছিল।
আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ১২০০ বন্দিকে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে তাদের সংখ্যা কেন কমলো তা পরিষ্কার হয়নি।
অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে, ফেরত পাঠানো লোকজনের মধ্যে কিছু সংখ্যালঘু নৃগোষ্ঠীর লোকজনও রয়েছেন যারা মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছেন।
এখন মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, এ সময় তাদের ফেরত পাঠিয়ে দেওয়ায় তারা আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
কিন্তু যাদের ফেরত পাঠানো হয়েছে তারা শরণার্থী না, তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছে বলে মালয়েশিয়ার জানিয়েছে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন খাইরুল দিজাইমি দাউদ বলেছেন, “যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই ফেরত যেতে স্বেচ্ছায় রাজি হয়েছেন, কাউকে কেউ জোর করে পাঠায়নি।”
যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কোনো রোহিঙ্গা উদ্বাস্তু অথবা শরণার্থী নেই বলে জানিয়েছেন তিনি।
এর আগে এক বিবৃতিতে মালয়েশিয়া জানিয়েছিল, জাতিসংঘ হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) এ যারা নাম লিপিবদ্ধ করেছেন তাদের কাউকে ফেরত পাঠানো হচ্ছে না।
কিন্তু প্রকাশিত খবর অনুযায়ী, মালয়েশিয়ার অভিবাসী আটক কেন্দ্রগুলোতে ইউএনএইচসিআরের প্রবেশ এক বছরেরও আগে খেকে বন্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ; এর অর্থ দাউদের বিবৃতি সত্য কিনা তা জাতিসংঘের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে বিবিসি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ইউএনএইচসিআরে নাম লিপিবদ্ধ করা অন্তত ছয় জন আছে বলে সংস্থাটি জানিয়েছে।
অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে নিপীড়ন এড়ানোর জন্য পালিয়ে এসে আশ্রয় প্রার্থনা করা সংখ্যালঘু চিন ও কাচিন জনগোষ্ঠীর লোকজনও রয়েছেন।
-
জর্জ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত ডেরেক শভিন
-
ভারতের বাইরে কোভ্যাক্সের টিকা পাওয়ার সমস্যা মিটেছে: ইউনিসেফ
-
জনসনের টিকায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি খুবই কম: ইএমএ
-
ভ্রমণ চালুর পরই নিউ জিল্যান্ডে বিমানবন্দর কর্মীর ভাইরাস শনাক্ত
-
ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
-
মিশেল ওবামার সঙ্গে বন্ধুত্ব নিয়ে মার্কিনিদের প্রতিক্রিয়ায় ‘স্তম্ভিত’ বুশ
-
কোভিড: ৮০% দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা
-
কোভিড-১৯: ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ মৃত্যু, লকডাউনে বহু শহর
-
মিশরের রোববারের ট্রেন দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
জনসনের টিকায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি খুবই কম, বলছেন ইইউ বিশেষজ্ঞরা
-
ভ্রমণ চালুর পরই নিউ জিল্যান্ডে বিমানবন্দর কর্মীর ভাইরাস শনাক্ত
-
ভারতের বাইরে কোভ্যাক্সের টিকা পাওয়ার সমস্যা মিটেছে: ইউনিসেফ
-
মিশেল ওবামার সঙ্গে বন্ধুত্ব নিয়ে মার্কিনিদের প্রতিক্রিয়ায় ‘স্তম্ভিত’ বুশ
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল