মিয়ানমারের নাগরিকদের ফেরত আটকে দিয়েছে মালয়েশিয়ার আদালত

মিয়ানমারের ১২০০ নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 11:22 AM
Updated : 23 Feb 2021, 11:38 AM

মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকালে মিয়ানমারের এ নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর কথা ছিল।

মালয়েশিয়ার আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত তাতে স্থগিতাদেশ দিয়েছে বলে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধের লক্ষে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের এক আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অ্যাসাইলাম অ্যাকসেসের আইনজীবী নিউ সিন ইয়েয়ো জানিয়েছেন, বুধবার সকালে আদালত মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করতে যে বিচারিক পর্যালোচনার আবেদন করা হয়েছে তা শুনবে।

মালয়েশিয়ায় আটক মিয়ানমারের এই ১২০০ নাগরিকের মধ্যে শিশু ও আশ্রয়প্রার্থীরাও রয়েছেন। এদেরকে ফেরত নিতে মিয়ানমারের সেনাবাহিনী মালয়েশিয়ায় তিনটি জাহাজ পাঠিয়েছে।

চলতি মাসেই মিয়ানমারের সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেছে।

১ ফেব্রুয়ারির ওই অভ্যুত্থানের বিরোধিতায় দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে কয়েক সপ্তাহ ধরে টানা বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি চলছে।