কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে গ্যাবনে বিক্ষোভে নিহত ২
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 03:18 PM BdST Updated: 20 Feb 2021 03:18 PM BdST
কোভিড-১৯ এর বিস্তারে লাগাম টানতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের দুটি বড় শহরে বিক্ষোভে ২ জন নিহত হয়েছে।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া বিধিনিষেধে ক্ষুব্ধ দেশটির নাগরিকরা এরই মধ্যে অনেক এলাকাতেই সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে।
বৃহস্পতিবার গ্যাবনের রাজধানী লিব্রেভিল ও পোর্ট জেন্টিতে থালাবাসন বাজানো, ব্যারিকেড দেওয়া, টায়ার ও আবর্জনা পোড়ানো বিক্ষোভকারীদের সরাতে নিরাপত্তা বাহিনীকে কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়তে হয়েছে।
“সুরক্ষা ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভের সময় গতকাল সন্ধ্যায় আমাদের ২ নাগরিকের মৃত্যু হয়েছে,” শুক্রবারের বিবৃতিতে এমনটাই বলেছেন গ্যাবনের প্রধানমন্ত্রী রোজ ক্রিস্টিন ওসৌকা রাপোন্ডা।
আফ্রিকার এ দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে কর্তৃপক্ষ গত সপ্তাহ থেকে রাজধানীতে ঢোকা ও বের হওয়ায় বিধিনিষেধ দিয়েছে, কারফিউর সময়সীমা বাড়িয়েছে।
“সন্ধ্যা ৬টা থেকে বিধিনিষেধ দেওয়ার সিদ্ধান্তটি বেশ কড়া এবং অবিবেচনাপ্রসূত,” শুক্রবার এমনটাই বলেছেন আইনের শিক্ষার্থী সারাহ লেওউবি।
তিনি জানান, গ্যাবনের বেশিরভাগ শ্রমিক ও শিক্ষার্থীর গাড়ি নেই, যে কারণে তাদের পক্ষে কারফিউ শুরুর আগে বাড়ি ফেরা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়।
“কাজ শেষ হয় ৪টার দিকে, ট্রাফিক জ্যাম ও অন্যান্য ঝক্কিতে বেশিরভাগেরই বাড়ি ফিরতে ৮টা বেজে যায়। সরকারের উচিত এ ব্যাপারটা বিবেচনায় নেওয়া,” বলেছেন লেওউবি।
গ্যাবনে এখন পর্যন্ত সরকারি হিসাবে ১৩ হাজার ১০৭ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে; তাদের মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মধ্য আফ্রিকার এ দেশটিতে এখন প্রতিদিন গড়ে নতুন ১৩৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হচ্ছে।
এই সংখ্যা ৫০ এর নিচে নেমে এলে বিধিনিষেধ শিথিল হবে বলে জানিয়েছেন রাপোন্ডা। মার্চের মধ্যে দৈনিক শনাক্তের সংখ্যা এ পর্যায়ে নামিয়ে আনা যাবে বলেও আশা তার।
“স্বাস্থ্যের সুরক্ষা ও জীবন বাঁচানোর জন্যই এসব বিধিনিষেধ দেওয়া হয়েছে,” বলেছেন তিনি।
-
চীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘পূর্ণ সফলতার’ দাবি শিয়ের
-
মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আরও প্রতিবাদের পরিকল্পনা
-
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধসে ৩ মৃত্যু, নিখোঁজ ৫
-
ভারতে কোভিড পরিস্থিতি কী আবার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে?
-
কোভ্যাক্সের টিকা প্রথম পেল ঘানা
-
আদালতে হারলেও ‘পদত্যাগ করছেন না’ নেপালের প্রধানমন্ত্রী
-
একুয়েডরে কারাগারে সংঘর্ষে ৭৫ কয়েদী নিহত
-
মিয়ানমার: সঙ্কট কাটাতে কূটনৈতিক উদ্যোগের চেষ্টা ইন্দোনেশিয়ার
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’