সুদানি শরণার্থীর হামলায় ফ্রান্সের অভিবাসন কর্মকর্তা নিহত

ফ্রান্সে এক সুদানি শরণার্থীর ছুরিকাঘাতে দেশটির অভিবাসন কেন্দ্রের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2021, 04:32 PM
Updated : 19 Feb 2021, 04:52 PM

শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর পু-তে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

বিএফএম টিভির প্রতিবেদনে জানানো হয়, তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে, ওই শরণার্থীকে এমনটি জানানোর পর ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

এই খুনের উদ্দেশ্যে নিয়ে কোনো মন্তব্য করেননি পুলিশের ওই কর্মকর্তা, তবে ওই শরণার্থী অভিবাসন কেন্দ্রটিতে কিছু দিন ধরে বসবাস করছিল বলে জানিয়েছেন তিনি। 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেগ্যাল্ড দাগমানা পুয়ের ওই অভিবাসন কেন্দ্রটি পরিদর্শনে যাচ্ছেন বলে এক টুইটে জানিয়েছেন।

সুদুয়েস্ট সংবাদপত্রের ওয়েবসাইটে দেওয়া উদ্ধৃতিতে অভিবাসন কেন্দ্রটির প্রধান জানিয়েছেন, নিহত কর্মকর্তা অভিবাসন কেন্দ্রটির অভিবাসন বিভাগের প্রধান ছিলেন এবং তার গলায় ছুরিকাঘাত করা হয়েছে।