টেক্সাসের অবহাওয়া সংকটে ‘সঠিক পথে থাকার বিশ্বাস’ দৃঢ় হয়েছে চীনাদের
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2021 08:02 PM BdST Updated: 19 Feb 2021 08:02 PM BdST
-
টেক্সাসের গ্যালভেস্টনে রেকর্ড ভাঙা শীতের মধ্যে নিজেদের সবকিছু নিয়ে রাস্তায় বসে আছেন এক দম্পতি। ছবি: রয়টার্স
চীন ‘সঠিক পথে আছে’, প্রবল শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দাদের দুর্দশা দেখে চীনাদের এমন বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির শিনজিয়াং অঞ্চলে কথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে পশ্চিমা দেশগুলোর তদন্তের আহ্বানের বিষয়ে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানইং এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শিনজিয়াংয়ের মুসলিম বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘনের কথা অস্বীকার করে তিনি বলেন, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের গণহত্যা চালানোর ইতিহাস আছে।
ওই প্রশ্নের দীর্ঘ উত্তরে তিনি বলেন, “খাদ্য ও বস্ত্রের সংকট নেই, ক্ষুধার্ত বা শীতে কাতরও নয়, এগুলোই মৌলিক মানবাধিকার যা সবচেয়ে খাঁটি।
“এরই মধ্যে টেক্সাসে লাখ লাখ লোক ভয়ানক দুর্দশায় পড়েছে, তাদের বাড়িতে বিদ্যুৎ নেই, বাড়ি গরম করার উপায় নেই, এসবের কারণে কয়েক ডজন লোক মারাও গেছেন।
“এগুলো সত্যিকার মানবাধিকার কী সে বিষয়ে চীনাদের উপলব্ধি আরও গভীর করেছে এবং চীন যে সঠিক পথে আছে এই বিশ্বাস আরও শক্তিশালী করেছে। আমরা আমাদের ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি আস্থাশীল।”
যুক্তরাষ্ট্রজুড়ে চলা প্রবল শৈত্য প্রবাহে টেক্সাস রাজ্যে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। রাজ্যটির এক কোটি ৩০ লাখেরও বেশি বাসিন্দা মারাত্মক পানি সংকটে রয়েছেন।
-
ভারতে কোভিড পরিস্থিতি কী আবার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে?
-
কোভ্যাক্সের টিকা প্রথম পেল ঘানা
-
আদালতে হারলেও ‘পদত্যাগ করছেন না’ নেপালের প্রধানমন্ত্রী
-
একুয়েডরে কারাগারে সংঘর্ষে ৭৫ কয়েদী নিহত
-
মিয়ানমার: সঙ্কট কাটাতে কূটনৈতিক উদ্যোগের চেষ্টা ইন্দোনেশিয়ার
-
মধ্য আমেরিকায় ক্ষুধার্ত বাড়ছে হু হু করে: জাতিসংঘ
-
মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাল মালয়েশিয়া
-
স্পেন থেকে সরল স্বৈরশাসক ফ্রাঙ্কোর শেষ ভাস্কর্য
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ