উত্তর প্রদেশে জমিতে মিলল ২ দলিত কিশোরীর মৃতদেহ

ভারতের উত্তর প্রদেশে নিজেদের পারিবারিক জমিতে ১৩ ও ১৬ বছর বয়সী ২ দলিত কিশোরীর হাত-পা বাঁধা মৃতদেহ পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2021, 02:23 PM
Updated : 18 Feb 2021, 02:23 PM

একই স্থান থেকে ১৭ বছর বয়সী আরেক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে; সংকটাপন্ন অবস্থায় উদ্ধার ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তিন কিশোরী একই পরিবারের। ১৬ ও ১৭ বছর বয়সী দুইজন আপন বোন, ১৩ বছর বয়সী কিশোরী তাদের চাচাতো বোন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ তিন কিশোরীকেই বুধবার সন্ধ্যায় জমিতে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। কিশোরীদের কাপড় দিয়েই তাদের হাত-পা বাঁধা হয়েছিল।

বুধবার বিকালে এ তিনজন গবাদিপশুর ঘাস কাটতে পারিবারিক জমিতে গিয়েছিল বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার। কয়েক ঘণ্টা পরও বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি।

বিষপ্রয়োগে এ ২ কিশোরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

“তাদের মুখ থেকে সাদা কিছু একটা বের হয়ে আসছিল; চিকিৎসকরা একে বিষক্রিয়ার লক্ষণ বলছেন। সংশ্লিষ্ট সকলের ভাষ্য নেওয়া হচ্ছে, বিস্তৃত তদন্ত হবে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে,” বলেছেন সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সুরেশরাও এ কুলকার্নি।