থাইল্যান্ডে পানশালায় অভিযান চালিয়ে ৮৯ বিদেশি গ্রেপ্তার

করোনাভাইরাস মোকাবেলায় আরোপিত বিধিনিষেধ না মানায় থাইল্যান্ডের কো ফাঙ্গান দ্বীপের একটি পানশালায় অভিযান চালিয়ে ৮৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 12:38 PM
Updated : 28 Jan 2021, 12:38 PM

বিবিসি জানায়, আটককৃতদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১০ টি’রও বেশি দেশের নাগরিক রয়েছেন।

এছাড়া,পানশালার মালিক এবং সেখানে জনসমাগমের আয়োজকসহ ২২ থাই নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ মঙ্গলবার রাতে থ্রি সিক্সটি বারে একটি অনুষ্ঠানের টিকেট অনলাইনে বিক্রি হওয়ার কথা জানতে পেরে সেখানে অভিযান চালায়।

অভিযানের কয়েকটি ছবিতে ওই পানশালায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। যদিও,সেখানে সমবেতদের বেশিরভাগই মাস্ক পরেছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে থাইল্যান্ডে বর্তমানে জরুরি ডিক্রি জারি রয়েছে। এই ডিক্রি লঙ্ঘনকারীদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা ৯৭৬ পাউন্ড জরিমানা হতে পারে।

পানশালার মালিক এবং আয়োজকের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিনোদোনস্থল চালু রাখার অভিযোগ আনা হয়েছে। আর সেখানে সমবেত হওয়া লোকজনদের বিরুদ্ধে জরুরি ডিক্রি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পূর্ণিমা রাতের উৎসবের জন্য থাইল্যান্ডের কো ফাঙ্গান দ্বীপ বিখ্যাত। গোটা বিশ্বের পর্যটকদের কাছে এ দ্বীপ এক অন্যতম আক র্ষণ। নববর্ষ উদযাপনের মতো সময়গুলোতে সেখানে ৩০ হাজারেরও বেশি পর্যটক জড়ো হয়।