করোনাভাইরাস: মেক্সিকোতে মৃত্যু ছাড়াল দেড় লাখ

করোনাভাইরাস মহামারীতে মেক্সিকোতে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2021, 08:04 AM
Updated : 26 Jan 2021, 08:04 AM

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই সোমবার মৃত্যুর সংখ্যা এই দুঃখজনক মাইলফলক পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রোববার মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও তার শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতির খবর নিশ্চিত করেছেন।  

সংক্রমণের এ ঊর্ধ্বগতি উত্তর আমেরিকার দেশটির রাজধানীর স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন আরও ৬৫৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলে দেশটিতে সরকারি হিসাবেই করোনাভাইরাস মহামারীতে মৃত্যু দাঁড়ায় এক লাখ ৫০ হাজার ২৭৩ জনে।

একইদিন নতুন আট হাজার ৫২১ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; এ নিয়ে মেক্সিকোতে সোমবার পর্যন্ত শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৭৪০ জনে দাঁড়ায় ।

দেশটির সরকার জানিয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে।

সংক্রমণের লাগাম টেনে ধরতে হিমশিম খাওয়া মেক্সিকো এখন করোনাভাইরাসে মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ। কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকোর প্রতিবেশী।

রাজধানী মেক্সিকো সিটির অসংখ্য পরিবারকে তাদের কোভিড-১৯ আক্রান্ত সদস্যদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ট্যাংক সংগ্রহে সংগ্রাম করতে হচ্ছে।

এর মধ্যেই রোববার দেশটির প্রেসিডেন্ট ওব্রাদর শনাক্তকরণ পরীক্ষায় তার দেহে কোভিড-১৯ ধরা পড়েছে বলে জানান।

সোমবার তার ঘনিষ্ঠ অনেক কর্মকর্তা বলেছেন, তারাও এখন করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছেন।

মেক্সিকোতে মহামারী মোকাবেলায় নেতৃত্ব দেওয়া উপস্বাস্থ্যমন্ত্রী উগো লোপেজ-গাতেল সোমবার নিয়মিত এক সরকারি সংবাদ সম্মেলনে ভিডিও কলের মাধ্যমে জানান, সংক্রমিত হয়ে থাকতে পারেন এই শঙ্কায় তিনি এখন স্বেচ্ছা-আইসোলেশনে আছেন।