‘কোভিড টিকা গ্রহণকারীও ছড়াতে পারে ভাইরাস’
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 08:40 PM BdST Updated: 24 Jan 2021 11:08 PM BdST
কোভিড-১৯ এর টিকা নেওয়ার পরও সেই ব্যক্তিরা অন্যদের ভাইরাস সংক্রমিত করতে পারেন। তাই টিকা নেওয়ার পরও লকডাউনের বিধি ঠিকমত অনুসরণ করা উচিত বলে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জনাথন ভান-টাম।
বিবিসি জানায়, ‘দ্য সানডে টেলিগ্রাফ’ পত্রিকায় একটি আর্টিকেলে ভান-টাম লেখেন, ‘‘বিজ্ঞনীরা এখনও ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টিকার প্রভাব কেমন তা জানেন না। টিকা আমাদের আশা দেখাচ্ছে। কিন্তু সংক্রমণের হার দ্রুত কমিয়ে আনতেই হবে।”
যুক্তরাজ্যে এরই মধ্যে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটির ৮০ বছরের বেশি বয়সী ৭৫ শতাংশ মানুষকে এরই মধ্যে টিকার প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে বলে বিবিসি’কে জানান স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
দেশটির মোট কেয়ার হোমের তিন-চতুর্থাংশ টিকার আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।
অধ্যাপক ভান-টাম বলেন, ‘‘কোনও টিকাই ১০০ শতাংশ কার্যকর নয়। তাই সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তাও নেই।”
টিকার প্রথম ডোজ নেওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যে কেউ কোভিড-১৯ সংক্রমিত হতে পারেন।
সেকারণে বয়স্ক মানুষদের ক্ষেত্রে টিকা গ্রহণের পর শরীরে সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে অন্তত তিন সপ্তাহ সময় দেওয়া উচিত, বলেন তিনি।
“এমনকি আপনি যদি টিকার দুই ডোজই গ্রহণ করেন তারপরও আপনার কাছ থেকে অন্যরা ভাইরাস সংক্রমিত হতে পারে। আর তা হলে ভাইরাস সংক্রমণের চেইন চলতেই থাকবে।”
বিবিসি জানায়, যুক্তরাজ্যে অনেক বেশি মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনতে দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে ব্যবধান বাড়িয়ে তিন থেকে ১২ সপ্তাহ করা হয়েছে।
দেশটির জ্যেষ্ঠ চিকিৎসকরা স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতি এই ব্যবধান কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘‘এই কৌশল সঠিক কিনা তা যাচাই করা কঠিন। তবে ব্যবধান অবশ্যই ছয় সপ্তাহের মধ্যে রাখা উচিত।”
-
খাশুগজি হত্যা: সৌদি যুবরাজের বিরুদ্ধে জার্মানিতে আরএসএফর মামলা
-
আমিই জাতিসংঘে মিয়ানমারের বৈধ দূত: কিয়াও মোয়ে তুন
-
অ্যালেক্সি নাভালনি: রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ
-
নাইজেরিয়ার অপহৃত ২৭৯ ছাত্রীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা
-
মিয়ানমারে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি পুলিশের
-
কোভিড পরীক্ষায় পায়ুপথের নমুনা নেওয়া বন্ধ করুন: চীনকে জাপান
-
শেষ সোভিয়েত নেতা গর্বাচেভের ৯০তম জন্মদিনে ‘জুম পার্টি’
-
কোভিড-১৯: ইরাকে পৌঁছেছে চীনের টিকা
-
খাশুগজি হত্যা: সৌদি যুবরাজের বিরুদ্ধে জার্মানিতে আরএসএফর মামলা
-
আমিই জাতিসংঘে মিয়ানমারের বৈধ দূত: কিয়াও মোয়ে তুন
-
অ্যালেক্সি নাভালনি: রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ
-
কোভিড পরীক্ষায় পায়ুপথের নমুনা নেওয়া বন্ধ করুন: চীনকে জাপান
-
শেষ সোভিয়েত নেতা গর্বাচেভের ৯০তম জন্মদিনে ‘জুম পার্টি’
-
কোভিড-১৯: ইরাকে পৌঁছেছে চীনের টিকা
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস