ক্লান্ত সেনাদের ঠাঁই গ্যারেজে, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন
নিউজডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2021 01:25 PM BdST Updated: 23 Jan 2021 01:27 PM BdST
-
ছবি: টুইটার থেকে নেওয়া
অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসা ন্যাশনাল গার্ডের সদস্যদের ‘কার পার্কে’ বিশ্রাম নিতে বাধ্য হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত বুধবার প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণ উপলক্ষ্যে সারা দেশ থেকে ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়।
পরদিন বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠান স্থলের কাছের একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে আছেন।
এ ঘটনায় রাজনীতিকরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি রাজ্যের গভর্নর নিজ নিজ সেনাদের ডেকে পাঠিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ডেকে ক্ষমা চেয়েছেন এবং এ বিষয়ে তিনি কী করতে পারেন তা জানতে চেয়েছেন।

ফার্স্টলেডি বলেন, ‘‘আপনারা আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রেখেছেন। আমি আজ এখানে এসেছি আপনাদের ধন্যবাদ দিতে।”
সেনাদের কার পার্কে বিশ্রাম নেওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভের ঝড় উঠে। কেউ কেউ বলেন, বদ্ধ পরিবেশে গাড়ির ধোঁয়ায় সেনাসদস্যরা অসুস্থ হয়ে যেতে পারতেন। সেখানে এমনকি পর্যাপ্ত টয়লেটও ছিল না।
কেনো সেনাদের ক্যাপিটল থেকে সরে যেতে বলা হয়েছিল তা নিয়েও পরষ্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কোনো ব্যাখ্যা ছাড়াই সেনাদের ওই নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় কয়েকজন কংগ্রেস সদস্যও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, সেনারা চাইলে বিশ্রাম নেওয়ার জন্য তাদের কার্যালয়ের কাউচগুলো ব্যবহার করতে পারেন।
Yeah this is not okay.
— Alexandria Ocasio-Cortez (@AOC) January 22, 2021
My office is free this week to any service members who’d like to use it for a break or take nap on the couch. We’ll stock up on snacks for you all too.
(We’re in the middle of moving offices and it’s a bit messy so don’t judge, but make yourself at home!) https://t.co/JyEvC4kg6o
সেনাদের গ্যারেজে বিশ্রাম নেওয়ার ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে বৃহস্পতিবার রাতেই তাদের আবার ক্যাপিটলে ফিরিয়ে নেওয়া হয়।
কিন্তু তাতেও কয়েকটি রাজ্যের গভর্নরের ক্ষোভ কমেনি।
বিবিসি জানায়, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এ ঘটনার পর নিজের রাজ্যের সেনাদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার ফক্স নিউজকে তিনি বলেন, ‘‘এখন মনে হচ্ছে এটা প্রস্তুতিহীন একটি মিশন এবং এই মুহূর্তে সবথেকে সঠিক কাজ হচ্ছে তাদের (সেনাদের) বাড়িতে ফিরিয়ে আনা।”
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নতুন সেনেটের নেতা চাক শুমার বলেন, ‘‘এ ঘটনা খুবই অবমাননা কর এবং প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এমনটা আর কখনো ঘটবে না।”
‘সেনেট রুলস কমিটি’ এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে পলিটিকো কে জানান সেনেটর রয় ব্লান্ট।
Our troops deserve the utmost honor & respect for securing the Capitol & defending democracy this week.
— Tim Scott (@SenatorTimScott) January 22, 2021
This is unconscionable & unsafe. Whoever’s decision this was to house our National Guardsmen & women in underground parking lots must be held accountable. pic.twitter.com/mBwpoog6YC
ইউএস ন্যাশনাল গার্ড এবং ইউএস ক্যাপিটল পুলিশের পক্ষ থেকে শুক্রবার এক যৌথ বিবৃতিতেও বিষয়টি নিয়ে তদন্ত শুরুর কথা জাননো হয়।
তারা বলেন, অফ-ডিউটিতে থাকা সেনাদের জন্য হোটেলে বা অন্যান্য জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। সেনাদের থাকার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তারা কংগ্রেস সদস্যদেরও ধন্যবাদ দিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস জানায়, আগামী কয়েক দিনে প্র্রায় ১৯ হাজার ন্যাশনাল গার্ড নিজ নিজ রাজ্যে ফিরে যাবেন। আর সাত হাজার সেনা দায়িত্ব পালনের জন্য ওয়াশিংটনে থেকে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার বলেন, ওয়াশিংটন ডিসিতে যে ২৫ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে তাদের মধ্যে ১০০ থেকে ২০০ জন কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন। তবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।=
-
দুর্নীতিতে দণ্ডিত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি
-
আদালতে ভিডিও কনফারেন্সে দেখা মিললো সু চির
-
‘দ্রুত’ সৌদি যুবরাজের শাস্তি চান খাশুগজির বাগদত্তা
-
হৃদযন্ত্রের পরীক্ষা করাতে আরেক হাসপাতালে প্রিন্স ফিলিপ
-
ইসরায়েলে পৌঁছেছেন আমিরাতের প্রথম রাষ্ট্রদূত
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া
-
ভারতীয় কোম্পানির তৈরি টিকা নিলেন মোদী
-
হৃদযন্ত্রের পরীক্ষা করাতে আরেক হাসপাতালে প্রিন্স ফিলিপ
-
দুর্নীতিতে দণ্ডিত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি
-
ইসরায়েলে পৌঁছেছেন আমিরাতের প্রথম রাষ্ট্রদূত
-
ইসরায়েলি জাহাজে বিস্ফোরণের জন্য ইরান দায়ী: নেতানিয়াহু
-
‘দ্রুত’ সৌদি যুবরাজের শাস্তি চান খাশুগজির বাগদত্তা
-
আদালতে ভিডিও কনফারেন্সে দেখা মিললো সু চির
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল