মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 03:15 PM BdST Updated: 21 Jan 2021 03:15 PM BdST
মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে এক দশকের মধ্যে প্রথমবারের মতো ডেমোক্র্যাট আধিপত্য সূচিত হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেন।
এর কয়েক ঘণ্টা পর সেনেটের চেম্বারে জর্জিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট রাফায়েল ওয়ার্নক ও জন অসফ এবং ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত অ্যালেক্স প্যাডিয়াকে শপথ বাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট হ্যারিস।
নবনির্বাচিত এই তিন সেনেটরের শপথ নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়; আগে থেকেই কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আছে।
এতে একাধারে হোয়াইট হাউস, সেনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।
৫ জানুয়ারি জর্জিয়ার রানঅফ নির্বাচনে জয় পান ওয়ার্নক ও অসফ। তাদের জয়ে সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্য সংখ্যা ৫০-৫০ এ ভাগ হয়ে যায়, কিন্তু কোনো প্রস্তাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে টাই হলে সিদ্ধান্তমূলক ভোটটি দেবেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস; যিনি একজন ডেমোক্র্যাট।
ক্যালিফোর্নিয়ার প্রথম লাতিনো সেনেটর প্যাডিয়াকে হ্যারিসের ছেড়ে দেওয়া সেনেটের আসনে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ দপ্তরে যোগ দেওয়ার আগে সোমবার হ্যারিস সেনেটের ওই আসন থেকে পদত্যাগ করেন।
নতুন এই সেনেটরকে শপথ বাক্য পাঠ করাতে গিয়ে ক্যালিফোর্নিয়ার পদত্যাগকারী সেনেটর হিসেবে নিজের নাম পাঠ করে হেসে ফেলেন হ্যারিস, বলেন, “হ্যাঁ, এটা খুব অদ্ভূত, ওকে।”
এই তিন ডেমোক্র্যাট বাইডেনকে তার নীতি নিয়ে এগিয়ে যেতে কিছুটা হলেও সুবিধা করে দিয়েছেন আর সেনেটে ডেমোক্র্যাটদের এই অল্প ব্যবধানের আধিপত্য গভীর রাজনৈতিক বিভক্তিতে মুখে পড়া যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস জর্জরিত জনগণকেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সেনেটের এই নতুন মেরুকরণে ডেমোক্র্যাট সেনেটর চাক শুমার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হয়েছেন, আর এতে রিপাবলিকান মিচ ম্যাককনেল সংখ্যালঘু দলের নেতার হয়ে দাঁড়িয়েছেন।
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া
-
ভারতীয় কোম্পানির তৈরি টিকা নিলেন মোদী
-
খাশুগজি হত্যা: সৌদি আরবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সোমবার
-
মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
-
মিয়ানমারের রক্তাক্ত রোববার
-
অপারেশন করতে করতেই ভিডিও কলে আদালতে হাজির চিকিৎসক!
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, ইন্দোনেশিয়ার নিন্দা
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন