মাদ্রিদে বিস্ফোরণে নিহত ৩
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 12:47 PM BdST Updated: 21 Jan 2021 12:47 PM BdST
স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে শক্তিশালী এক বিস্ফোরণে একটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে ও অন্তত তিন জন নিহত হয়েছেন।
এ ঘটনায় চতুর্থ আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটেছে, এতে ক্যাথলিক গির্জার মালিকানাধীন ভবনটির চারটি তলা ধ্বংস হয়ে গেছে।
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ আলমেইদা জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটির ভেতরে আগুন ধরে গিয়েছিল।
বিবিসি জানিয়েছে, মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা ডে দলেদো এলাকায় বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় গ্যাস মিস্ত্রিরা ভবনটির পেছনে একটি বয়লার সারাইয়ের কাজে ব্যস্ত ছিলেন।
স্পেনের গণমাধ্যম জানিয়েছে, ৮৫ বছর বয়সী একজন নারী পথচারীসহ আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন, বয়লারে কর্মরত আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্পেনীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ওপরের তলাগুলো স্থানীয় যাজকদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হতো।
ক্ষতিগ্রস্থ ভবনটির পাশের একটি কেয়ার হোম থেকে ৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছেন জরুরি বিভাগের কর্মীরা। তবে বিস্ফোরণের সময় ভবনটির অপরদিকে অবস্থিত একটি স্কুল বন্ধ ছিল।
বিস্ফোরণের শব্দ মাদ্রিদের বহু এলাকা থেকে শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে ভবনটি থেকে নির্গত ধোঁয়া ও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।
জরুরি সেবা বিভাগগুলো জানিয়েছে, নয়জন দমকল কর্মী ও ১১টি অ্যাম্বুলেন্স ঘটনা স্থলে পাঠানো হয়েছিল, বিস্ফোরণে আহত কয়েকজনকে রাস্তার মধ্যেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া
-
ভারতীয় কোম্পানির তৈরি টিকা নিলেন মোদী
-
খাশুগজি হত্যা: সৌদি আরবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সোমবার
-
মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
-
মিয়ানমারের রক্তাক্ত রোববার
-
অপারেশন করতে করতেই ভিডিও কলে আদালতে হাজির চিকিৎসক!
-
মিয়ানমারে বিক্ষোভে গুলি, ইন্দোনেশিয়ার নিন্দা
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন