শপথ নিতে ক্যাপিটলে বাইডেন ও হ্যারিস

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। এরই মধ্যে জো বাইডেন স্ত্রী জিলকে নিয়ে এবং তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস স্বামী ডগলাস এমহফকে নিয়ে ক্যাপিটলের ন্যাশনাল মলে পৌঁছেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 04:23 PM
Updated : 20 Jan 2021, 05:00 PM

যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটলে এসেছেন।

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অভিষেক অনুষ্ঠানে দর্শক সমাগমের ‍উপর ‍নানা বিধি নিষেধ আরোপ করা হয়। ক্যাপিটল দাঙ্গার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বাড়তি কড়াকড়ি করা হয়েছে। অভিষেক অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার জন্য প্রায় ২৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

বিবিসি জানায়, জিএমটি ১৭:০০ টার কিছু আগে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন বাইডেন। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হ্যারিস।

সেন্ট ম্যাথিউ গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার দিনের কাজ শুরু করেন বাইডেন ও হ্যারিস।

বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে থাকছেন না। তিনি বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকেই হোয়াইট হাউজ ছেড়ে যান। তবে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট ‍মাইক পেন্স অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।