বাবার বিদায়ের আগে বাগদান সারলেন ট্রাম্পকন্যা টিফানি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 06:07 PM BdST Updated: 20 Jan 2021 06:07 PM BdST
অনেক তিক্ততার পর বিদায় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার আগে হোয়াইট হাউজে বাবার শেষ কার্যদিবসের দিনেই নিজের বাগদান সারলেন ট্রাম্পকন্যা টিফানি।
মঙ্গলবার প্রেমিক মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের এই সুখবর নিজেই জানিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি।
এদিন হোয়াইট হাউজে তোলা একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, “পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক ঐতিহাসিক অনুষ্ঠান, মাইলফলক উদযাপন এবং নিত্যনতুন স্মৃতির প্রতিটি ক্ষণই ছিল সৌভাগ্যের। কিন্তু আমার প্রিয় মাইকেলের সঙ্গে বাগদানের চেয়ে আর কোনওকিছুই এত বিশেষ নয়। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমার তর সইছে না!”
একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মাইকেল বুলোসও। সেখানে তিনি লিখেছেন, “আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদান সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।”
ছবিতে হোয়াইট হাউজের বারান্দায় কালো পোশাকে বুলোসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টিফানিকে; আঙুলে জ্বলজ্বল করছিল বাগদানের আংটি।
সিএনএন জানায়, টিফানি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। প্রথমদিকে ক্যালিফোর্নিয়ায় ম্যাপলসের কাছেই বেড়ে উঠেছেন তিনি।
২০২০ সালের মে মাসে টিফানি জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক পাশ করেছেন। বড় ভাইবোনদের তুলনায় গত চার বছর অনেকটা আড়ালেই ছিলেন টিফানি।
তবে গত গ্রীষ্মে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিয়ে প্রথমবারের মতো রাজনীতির মঞ্চে আসেন তিনি। বাবা ট্রাম্পের জন্য সে সময় প্রচার চালিয়েছিলেন টিফানি।
অন্যদিকে, টিফানির প্রেমিক মাইকেল বুলোস এক ধনী শিল্পপতির ছেলে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে উপস্থিত ছিলেন তিনি। এর পর থেকে বিদায়ী প্রেসিডেন্টের নানা কর্মসূচিতেও দেখা গেছে তাকে।
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
বাকিংহাম প্যালেস ‘মিথ্যা জিইয়ে রাখছে’, অভিযোগ মেগানের
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি