বাইডেনকে ইরান পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান রুহানির

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 08:55 AM
Updated : 20 Jan 2021, 08:55 AM

ডেমোক্র্যাট বাইডেন বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি ওয়াশিংটনকে ইরান পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

রুহানি তার বক্তব্যে বাইডেনকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নিতেও আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। যদি ওয়াশিংটন ২০১৫-র পরমাণু চুক্তিতে ফেরে, তাহলে আমরাও চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতির প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকবো,” টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে বলেন রুহানি।

যার হাত ধরে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল সেই ডনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও এসেছে ইরানি প্রেসিডেন্টের কথায়।

“আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ; ইরানের উপর তার ‘সর্বোচ্চ চাপের’ নীতিও পুরোপুরিই ব্যর্থ হয়েছে,” বলেছেন তিনি।