যুক্তরাষ্ট্রমুখী হাজারো শরণার্থীর স্রোত ঠেকাল গুয়াতেমালা

হন্ডুরাস সীমান্তের কাছে পথ রুদ্ধ করে যুক্তরাষ্ট্র অভিমুখী প্রায় সাত হাজার শরণার্থীর স্রোত ঠেকিয়েছে গুয়াতেমালা। লাঠিপেটা করে, টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 04:39 PM
Updated : 18 Jan 2021, 04:39 PM

বিবিসি জানায়, রোববারের এ ঘটনার পর গুয়াতেমালা সরকার বলেছে, মানুষের এই ধরনের অবৈধ চলাচল মেনে নেওয়া হবে না।

ওই শরণার্থীদের বেশিরভাগই হন্ডুরাস থেকে গত কয়েক দিনে গুয়াতেমালা প্রবেশ করেছে। দারিদ্র এবং সংঘাত থেকে বাঁচতে প্রতিবছর হন্ডুরাসের হাজার ‍হাজার মানুষ দেশ ছেড়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উন্নত জীবনের আশায় তারা গুয়াতেমালা হয়ে মেক্সিকো পৌঁছাতে চায়। মেক্সিকো থেকে পরে যুক্তরাষ্ট্র সীমান্তে যায়।

এভাবে প্রতি বছর মধ্য আমেরিকার দেশগুলো থেকে লাখ লাখ শরণার্থী বিপদের ঝুঁকি মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সীমান্ত পৌঁছায়। যারা ‘ক্যারাভান মাইগ্রেন্ট’ নামে পরিচিত।

অবৈধভাবে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কাজ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতিও অত্যন্ত কঠোর করেছিলেন।

তবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা কঠোর অভিবাসন নীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও রাতারাতি এ নীতিতে পরিবর্তন সম্ভব নয়।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন।