কোভিড-১৯: উৎস সন্ধানে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021 03:29 PM BdST Updated: 14 Jan 2021 03:29 PM BdST
-
গত বছরের ফেব্রুয়ারিতে উহানের একটি হাসপাতাল পরিদর্শন করছেন চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের একটি যৌথ দল। ফাইল ছবি: রয়টার্স
কোভিড-১৯ মহামারীর উৎস নিয়ে তদন্ত শুরু করতে চীনের উহান শহরে হাজির হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেইজিংয়ের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর দীর্ঘ প্রতীক্ষিত তদন্তটি শুরু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
বিজ্ঞানীদের ১০ জনের একটি দল উহানে প্রাথমিক প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত সিফুড মার্কেট, হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের লোকজনের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তদন্ত শুরু করবে।
২০১৯ সালের শেষ দিকে উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। এখন শহরটির জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। তদন্তকারী দল বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময়) এখানে এসে পৌঁছায়।
এখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর তারা তাদের অনুসন্ধান শুরু করবেন। এই তদন্ত চীনের কর্মকর্তাদের দেওয়া নমুনা ও প্রমাণের ওপর নির্ভর করবে।
প্রাণী থেকে মানুষে সংবাহিত হয়ে মহামারীটি শুরু হয়েছিল কিনা তা তদন্ত করে দেখবে বিশেষজ্ঞ দল।
চলতি মাসের প্রথমদিকে ডব্লিউএইচও জানিয়েছিল, চীন তাদের তদন্তকারীদের প্রবেশ করতে দেয়নি।
তখন তদন্তকারী দলটির এক সদস্যকে চীন থেকে ফেরত পাঠানো হয়েছিল ও আরেকজন ট্র্যানজিটে তৃতীয় আরেকটি দেশে আটকা পড়েছিলেন।
ওই সময় চীন ঘটনাটিকে ভুল বুঝাবুঝি আখ্যায়িত করে তদন্ত আয়োজনের আলোচনা তখনও চলছিল বলে জানিয়েছিল।
ডব্লিউএইচও-র গ্লোবাল আউটব্রেক এন্ড রেসপন্স ইউনিটের চেয়ারম্যান প্রফেসর ডেল ফিশার বিবিসিকে বলেছেন, বিশ্ব উহানে তাদের বিশেষজ্ঞদের এই অনুসন্ধানটিকে একটি বৈজ্ঞানিক পরিদর্শন হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।
“এটি রাজনীতি বা দোষ দেওয়ার বিষয় নয় বরং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার শেষ পর্যায়ে যাওয়ার প্রচেষ্টা,” বলেছেন তিনি।
তিনি জানান, বিশ্বের অধিকাংশ বৈজ্ঞানিক ভাইরাসটিকে একটি ‘প্রাকৃতিক ঘটনা’ বলে মনে করেন।
ডব্লিউএইচও এর বিশেষজ্ঞ দল যেদিন উহানে উপস্থিত হয়েছেন কাকতালীয়ভাবে সেদিন, বৃহস্পতিবার চীন আট মাস পর কোভিড-১৯ এ একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।
-
রাশিয়ার পথে নেতা নাভালনি
-
ইন্দোনেশিয়ায় জেগে উঠছে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি
-
উগান্ডায় মুসেবেনির জয়, ‘প্রাণ নিয়ে শঙ্কায়’ বিরোধী নেতা
-
কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
-
ফিলিস্তিনে নির্বাচন নিয়ে অবিশ্বাস, বিভক্তি, সন্দেহ
-
আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা
-
রাশিয়ার টিকা অনুমোদনে ‘আরও তথ্য’ চাইল ব্রাজিল
-
ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮
-
গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রাশিয়ায় ফিরলেন নেতা নাভালনি
-
উগান্ডায় মুসেবেনির জয়, ‘প্রাণ নিয়ে শঙ্কায়’ বিরোধী নেতা
-
কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
-
জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি
-
রাশিয়ার টিকা অনুমোদনে ‘আরও তথ্য’ চাইল ব্রাজিল
-
আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- টিভি সূচি (রোববার, ১৭ জানুয়ারি ২০২১)
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব