ইরান আল কায়েদার নতুন ঘাঁটি: পম্পেও
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 09:34 PM BdST Updated: 13 Jan 2021 09:34 PM BdST
ইরান জঙ্গি গোষ্ঠী আল কায়েদার নতুন ঘাঁটি হয়ে উঠেছে এবং দেশটির শাসকদের ছত্রছায়ায় থেকে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
আল কায়েদাকে নতুন ঘাঁটি গাড়তে দেওয়ার জন্য ইরান সরকারকে পম্পেও প্রকাশ্যেই দায়ী করেছেন বলে জানিয়েছে বিবিসি।
ন্যাশনাল প্রেস ক্লাবে এক বক্তব্যে পম্পেও বলেন, “আফগানিস্তানে আল-কায়েদা পাহাড়ে লুকিয়ে ছিল। আর আজ ইরানে তারা সরকারের কঠোর সুরক্ষা বলয়ে থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে।”
যদিও এই অভিযোগের সপক্ষে পম্পেও কোনও অকাট্য প্রমাণ হাজির করেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এমন অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেই তেহরানের সঙ্গে আল কায়েদার সম্পর্ক অনেক উন্নত হয়েছে।
শিয়াভিত্তিক ইরান এবং সুন্নিভিত্তিক আল কায়েদাকে দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে শত্রু হিসাবে গণ্য করা হয়ে আসলেও পম্পেও বলছেন, মানুষের এই ধারণা ঠিক নয়।
মঙ্গলবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে পম্পেও ইরানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহরর উপস্থিতির কথা উল্লেখ করেন, যিনি আবু মোহাম্মদ আল মাসরি নামেও পরিচিত।
৭ অগাস্ট ইরানে মাসরি মারা যাওয়ার খবরও প্রথম নিশ্চিত করে জানিয়েছেন পম্পেও। এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। তবে ইরান গত নভেম্বরে তেহরানে ইসরায়েলি এজেন্টের হাতে আল কায়দা কমান্ডার আল মাসরি নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।
কিন্তু সেই ২০১৫ সাল থেকেই পম্পেওর অভিযোগ, ইরান আল কায়েদা নেতাদেরকে অন্যান্যদের সঙ্গে অবাধে যোগাযোগ করাসহ অভিযান পরিচালনা, প্রচার এবং অর্থ সংগ্রহেরও অনুমতি দিয়েছে; যেগুলো আগে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে পরিচালনা করত আল কায়দা।
পম্পেও তার বক্তব্যে বলেন, “আল কায়েদা নতুন ঘাঁটি গেড়েছে। সেটা হল ইসলামিক রিপাবলিক অব ইরান।”
“ইরানের আল কায়েদা শাখা বিশ্বের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি”, বলেন তিনি।
-
ফিলিস্তিনে নির্বাচন নিয়ে অবিশ্বাস, বিভক্তি, সন্দেহ
-
আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা
-
রাশিয়ার টিকা অনুমোদনে ‘আরও তথ্য’ চাইল ব্রাজিল
-
ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩
-
বাইডেনের অভিষেকের দিনই আসছে ডজনখানেক নির্বাহী আদেশ
-
কোভিড-১৯: তৃতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু দেখল যুক্তরাজ্য
-
চীনে আইসক্রিমে করোনাভাইরাস
-
সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের