ব্রাজিলে ট্রায়ালে চীনা টিকার কার্যকারিতা মিলল ৫০.৪%
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 05:37 PM BdST Updated: 13 Jan 2021 05:37 PM BdST
চীনের সিনোভ্যাক বায়োটেকের বানানো করোনাভাইরাসের টিকার ব্রাজিলে হওয়া এক ট্রায়ালে প্রতিষেধকটি উপসর্গজনিত সংক্রমণ রোধে মাত্র ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রতীয়মান হয়েছে।
মঙ্গলবার গবেষকদের জানানো এ হার গত সপ্তাহে ট্রায়ালের আংশিক ফলে পাওয়া কার্যকারিতার তুলনায় কম হলেও নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোভিড-১৯ মহামারীতে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখা ব্রাজিলের সরকার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যে দুটি টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সিনোভ্যাকের এ ‘করোনাভ্যাক’ তার একটি হওয়ায় ট্রায়ালের এ ফলকে ব্রাজিলের জন্য বেশ হতাশাজনক হিসেবেই দেখা হচ্ছে।
বুটেনটেন বায়োমেডিকেল সেন্টার গত সপ্তাহে চীনা এ টিকার ট্রায়ালের আংশিক ফল প্রকাশ করেছিল, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি করলেও অসংখ্য বিজ্ঞানী ও পর্যবেক্ষক এ ধরনের ফল প্রকাশের কঠোর সমালোচনা করেছিলেন।
রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের গবেষকরা গত সপ্তাহে ‘মৃদু থেকে তীব্র’ কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে সিনোভ্যাকের টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা পেয়ে ব্যাপক উল্লসিত হয়েছিলেন। এ হারকে পরে তারা ‘হাসপাতালে ভর্তিযোগ্য রোগীদের ক্ষেত্রে টিকাটির কার্যকারিতা’ বলে বর্ণনা করেছেন।
সেসময় তারা ‘খুবই মৃদু’ আক্রান্ত, যাদের হাসপাতাল সেবার প্রয়োজন পড়েনি, তাদের মধ্যে চালানো টিকাটির ট্রায়াল নিয়ে কিছু বলেনি।
বুটেনটেনের ক্লিনিকাল গবেষণার মেডিকেল ডিরেক্টর রিকার্ডিও পালাসিওস মঙ্গলবার বলেছেন, নতুন যে কার্যকারিতার হার পাওয়া গেছে তাতে টিকা নেওয়া ‘খুব মৃদু’ আক্রান্তদের তথ্যও যুক্ত হয়েছে।
চীনা এ টিকার ট্রায়ালের টুকরো টুকরো ফল নিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে; সিনোভ্যাকের এ টিকা যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্য দেশগুলোর বানানো টিকাগুলোর মতো যাচাই বাছাইয়ের মুখোমুখি না হওয়ায় এর সত্যিকারের কার্যকারিতা নিয়ে অনেকে সন্দেহও প্রকাশ করছেন।
পালাসিওস এবং বুটেনটেনকে অর্থ দেওয়া সাও পাওলোর রাজ্য সরকারের কর্মকর্তারা এখন টিকা নেওয়া কোনো স্বেচ্ছাসেবককে যে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়নি, সেই প্রাপ্তির উপরই বেশি জোর দিচ্ছেন।
এরকমটা হলেও তা ব্রাজিলের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের ভয়াবহ চাপ কমাতে ভূমিকা রাখবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
-
যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
-
বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২
-
ভারতে ড্রাগন ফলের নাম বদলে ‘কমলাম’
-
ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
-
‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
-
বাইডেনের অভিষেকে বেগুনি রঙের জয়জয়কার
-
ট্রাম্প-নীতি বদলাতে কাজ শুরু বাইডেনের
-
মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’