ট্রাম্পপন্থিদের আরও সহিংসতা দেখা যেতে পারে, হুঁশিয়ারি এফবিআইয়ের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 12:32 PM BdST Updated: 12 Jan 2021 12:32 PM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট জো বাইডেনের শপথ নেওয়ার আগের কয়েকদিন দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- এফবিআই।
একাধিক সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানী ও ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়ার পরিকল্পনা করছে- এমন খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তার অভিষেককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পরিকল্পনার মধ্যেই ট্রাম্পপন্থিদের সম্ভাব্য সহিংসতা নিয়ে এফবিআইয়ের এ হুঁশিয়ারি এল।
ডনাল্ড ট্রাম্পপন্থি কট্টর-ডানদের অনলাইন নেটওয়ার্ক বাইডেনের শপথের আগে একাধিক দিন বিক্ষোভ দেখানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।
ট্রাম্পপন্থিদের এসব কর্মসূচির মধ্যে ১৭ জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভ ও ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের দিন ওয়াশিংটন ডিসিতে মিছিলও আছে।
২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতাসীন ট্রাম্পকে যদি মেয়াদ শেষ হওয়ার আগে সরিয়ে দেওয়া হয় কিংবা তিনি যদি বাইডেনের শপথ অনুষ্ঠানে না যান তাহলে বিভিন্ন রাজ্য, স্থানীয় ও কেন্দ্রীয় আদালতভবনগুলোতে ঝড়ের বেগে ঢুকে সেগুলো দখল করে নিতে একটি গোষ্ঠী ডাকও দিয়েছে জানিয়ে এফবিআইয়ের এক অভ্যন্তরীণ বুলেটিনে সতর্ক করা হয়েছে।
এবিসিসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে এফবিআইয়ের এ বুলেটিনের খবর এসেছে।
ক্যাপিটলে নজিরবিহীন হামলার পর থেকে ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের একটি অংশেরও এতে সমর্থন আছে।
গত সপ্তাহে কংগ্রেস ভবনে ওই সহিংসতার পর বিভিন্ন রাজ্যের প্রতিনিধি পরিষদ ভবনের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
এদিকে সোমবার বাইডেন সাংবাদিকদের বলেছেন, তিনি ক্যাপিটল ভবনের বাইরে শপথ নিতে মোটেও ভীত নন।
নবনির্বাচিত এ প্রেসিডেন্ট ও তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০ জানুয়ারি ঐতিহাসিক এ ভবনটির বাইরেই শপথ নেবেন বলে মনে করা হচ্ছে।
বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ৬ জানুয়ারি ক্যাপিটলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার যে চিত্র দেখা গেছে তার পুনরাবৃত্তি ঘটবে না বলে তারা আশ্বস্তও করেছেন।
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
‘ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন’
-
স্বাভাবিক জীবনে ফেরার সাহসী প্রতিশ্রুতি বাইডেনের
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
লাল কেল্লায় কড়া পাহারা, দিল্লির রাস্তায় আধাসামরিক বাহিনী
-
সেনেটে ট্রাম্পের বিচার ঠেকাতে তৎপর রিপাবলিকানরা
-
ভারতে গাড়ি উল্টে যাওয়ার পর ব্যস্ত সড়কে মাছ লুট
-
উহানে কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ের তদন্তে ডব্লিউএইচওর দল
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি