করোনাভাইরাস: জাপানে ৪ ভ্রমণকারীর দেহে আরেক নতুন ধরন শনাক্ত
>> রয়টার্স
Published: 10 Jan 2021 11:08 PM BdST Updated: 10 Jan 2021 11:08 PM BdST
ব্রাজিলের অ্যামাজন অঞ্চল থেকে জাপানে যাওয়া চারজনের দেহে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে।
রোববার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভাইরাসের নতুন ওই ধরনটির উপর কোভিড-১৯ টিকা কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নতুন এই ধরনটি যুক্তরাজ্যে শনাক্ত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন থেকে ভিন্ন। যুক্তরাজ্যে শনাক্ত ধরনটি মূল ভাইরাস থেকে ৭০ শতাংশ দ্রুত রোগ ছড়াতে সক্ষম। যা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব ইনফেকশিয়াস ডিজিজেস এর প্রধান তাকাজি ওয়াকিতা বলেন, ‘‘ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের দেহে করোনাভাইরাসের নতুন যে ধরনটি শনাক্ত হয়েছে সেটি নিয়ে পরীক্ষা চলছে। এখন পর্যন্ত সেটির অতি সংক্রামক হওয়ার কোনও প্রমাণ আমরা পাইনি।”
তাছাড়া, নতুন এই ধরণটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের ধরন থেকে ভিন্ন বলেও তাকাজি উল্লেখ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ব্রাজিল থেকে আসা চার জন গত ২ জানুয়ারি টোকিওর হানেদা বিমানবন্দরে নামেন। তাদের মধ্যে বয়স চল্লিশের কোটায় থাকা এক পুরুষের শ্বাসকষ্ট এবং তিরিশের কোটায় থাকা এক নারীর মাথা ও গলায় ব্যাথা ছিল।
এছাড়া, এক কিশোরের জ্বর ছিল। তবে তাদের সঙ্গে থাকা কিশোরীর শরীরে কোনও উপসর্গ ছিল না।
জাপানে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় গত বৃহস্পতিবার থেকে রাজধানী টোকিও এবং এর আশেপাশের তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রাষ্ট্রয়ত্ত্ব সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, জাপানে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৮৯ হাজারে পৌঁছেছে। আর মারা গেছেন ৪,০৬১ জন।
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
‘ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন’
-
স্বাভাবিক জীবনে ফেরার সাহসী প্রতিশ্রুতি বাইডেনের
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
লাল কেল্লায় কড়া পাহারা, দিল্লির রাস্তায় আধাসামরিক বাহিনী
-
সেনেটে ট্রাম্পের বিচার ঠেকাতে তৎপর রিপাবলিকানরা
-
উহানে কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ের তদন্তে ডব্লিউএইচওর দল
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন: হোয়াইট হাউজ
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি