হংকংয়ে গণতন্ত্রপন্থিদেরকে গ্রেপ্তারের নিন্দায় চার দেশ
>> রয়টার্স
Published: 10 Jan 2021 07:01 PM BdST Updated: 10 Jan 2021 07:01 PM BdST
হংকংয়ে গত সপ্তাহে ৫০ জনেরও বেশি গণতন্ত্রপন্থি কর্মী গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।
Related Stories
রোববার এক যৌথ বিবৃতিতে এই চার দেশ একযোগে এই নিন্দা জানিয়ে চীনকে হংকংয়ের নাগরিকেদের স্বাধীনতাকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
সরকারকে ‘পঙ্গু’ ও ‘উৎখাতের’ পরিকল্পনার মধ্য দিয়ে নতুন নিরাপত্তা আইন লংঘনের সন্দেহে গত বুধবার হংকংয়ে অভিযান চালিয়ে গনতন্ত্রপন্থি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
বেইজিং গত বছর হংকংয়ে নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর এ গ্রেপ্তারের ঘটনাটিই সেখানে সরকার-বিরোধী শিবিরের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ধরপাকড় অভিযান।
এ অভিযানের নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “বিরোধী রাজনৈতিক মত এবং বিরোধিতা দূর করতে জাতীয় নিরাপত্তা আইনকে কাজে লাগানো হচ্ছে- এটি পরিষ্কার।”
“আমরা হংকং এবং চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষকের কাছে গ্রেপ্তার কিংবা আটক হওয়ার ভয়বিহীনভাবে হংকংয়ের জনগণকে তাদের বৈধ স্বাধীনতা এবং অধিকারকে সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।”
হংকং সরকারের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা সমাজের ‘মারাত্মক ক্ষতি’ করার পরিকল্পনা করেছিল, কর্তৃপক্ষ এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বরদাশত করবে না।
হংকংয়ের পুলিশ যে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে সাবেক আইনজীবী, অধিকারকর্মী এবং জেমস টো, লাম চিউক-টিং, বেনি তাই ও লেস্টের শামের মতো ২০২০ সালের প্রাইমারি ভোট আয়োজনে জড়িতরাও আছেন বলে জানানো হয় গণমাধ্যমের খবরে।
হংকংয়ে এ ধরপাকড়ের পর গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, গ্রেপ্তারের ঘটনায় যারা জড়িত তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে এবং তাইওয়ান সফরের জন্য জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতও পাঠাবে।
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
‘ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন’
-
স্বাভাবিক জীবনে ফেরার সাহসী প্রতিশ্রুতি বাইডেনের
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
লাল কেল্লায় কড়া পাহারা, দিল্লির রাস্তায় আধাসামরিক বাহিনী
-
সেনেটে ট্রাম্পের বিচার ঠেকাতে তৎপর রিপাবলিকানরা
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন: হোয়াইট হাউজ
-
স্বাভাবিক জীবনে ফেরার সাহসী প্রতিশ্রুতি বাইডেনের
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি