যুক্তরাষ্ট্র-তাইওয়ান সম্পর্কে থাকা বিধিনিষেধ তুললেন পম্পেও
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 04:44 PM BdST Updated: 10 Jan 2021 04:44 PM BdST
তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের যোগাযোগের ক্ষেত্রে এতদিন যেসব বিধিনিষেধ ছিল সেসব তুলে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তার এ পদক্ষেপ চীনকে ক্ষুব্ধ করার পাশাপাশি ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদের শেষদিনগুলোতে বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা আরও প্রকট করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানকে সবচেয়ে সংবেদনশীল ইস্যু হিসেবেও বর্ণনা করে আসছে তারা।
বিশ্বের বেশিরভাগ দেশের মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। বেইজিয়ের চাপ সত্ত্বেও ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র বিক্রি ও বিভিন্ন আইন করে তাইপের প্রতি সমর্থনের মাত্রা বাড়িয়েছে।
পম্পেও তার বিবৃতিতে বলেছেন, কয়েক দশক ধরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান কূটনীতিক, সেনা সদস্য ও অন্য কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের যোগাযোগের ক্ষেত্রে জটিল অভ্যন্তরীণ বিধিনিষেধ দিয়ে রেখেছিল।
“বেইজিংয়ের কমিউনিস্ট সরকারকে শান্ত রাখতে যুক্তরাষ্ট্রের সরকার একতরফাভাবে এসব পদক্ষেপ নিয়েছিল। আজ আমি ঘোষণা করছি, আমি এসব স্ব-আরোপিত বিধিনিষেধ তুলে দিচ্ছি,” বলেছেন যুক্তরাষ্ট্রের এ পররাষ্ট্রমন্ত্রী।
২০ জানুয়ারি ডেমোক্র্যাট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন ও পম্পেও চীনের উপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ানোর যে চেষ্টা করছেন তার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ বনি গ্লেসার জানান, এতদিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের যোগাযোগের ক্ষেত্রে যেসব বিধিনিষেধ ছিল, তার অন্যতম হচ্ছে- তাইওয়ানের কর্মকর্তারা চাইলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে হোটেলে দেখা বা বৈঠক করতে পারতেন, তবে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে পারতেন না।
পম্পেও এসব তুলে দেওয়ায় এখন তাইওয়ানের কর্মকর্তাদের আর এ ধরনের বিধিনিষেধের খাঁড়ায় পড়তে হবে না।
“ট্রাম্প প্রশাসন তার শেষ দিনগুলোতে এ ধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ায় বাইডেন প্রশাসন অবশ্যই অসন্তুষ্ট হবে,” বলেছে গ্লেসার।
বাইডেনের ট্রানজিশন টিমের এক সদস্য বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর বাইডেন ‘তাইওয়ানের জনগণের ইচ্ছা ও সর্বোত্তম স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে তাইওয়ান প্রণালী সংক্রান্ত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে সমর্থন অব্যাহত রাখবেন’।
পম্পেওর ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান।
“কয়েক দশকের বৈষম্যের অবসান হল। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি বড় একটি দিন,” টুইটে এমনটাই বলেছেন ওয়াশিংটনের তাইওয়ানের ‘ডি ফ্যাক্টো’ রাষ্ট্রদূত এইচসিয়াও বি-খিম।
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
‘ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন’
-
স্বাভাবিক জীবনে ফেরার সাহসী প্রতিশ্রুতি বাইডেনের
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
লাল কেল্লায় কড়া পাহারা, দিল্লির রাস্তায় আধাসামরিক বাহিনী
-
সেনেটে ট্রাম্পের বিচার ঠেকাতে তৎপর রিপাবলিকানরা
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
কোভিড টিকাদান কর্মসূচিতে আফগান তালেবানের সমর্থন
-
ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান চান বাইডেন: হোয়াইট হাউজ
-
স্বাভাবিক জীবনে ফেরার সাহসী প্রতিশ্রুতি বাইডেনের
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি