-
আফগানিস্তান: ২৮ ফেব্রুয়ারি তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থায়ী অস্ত্রবিরতি চুক্তির পর জালালাবাদে আফগানদের উদযাপন।
-
আলবেনিয়া: অতি ছোঁয়াচে করোনাভাইরাস ঠেকাতে এপ্রিলে রাজধানী তিরানার এক বিপণি বিতানে ঢোকার আগে শরীরে জীবাণুনাশক ছিটিয়ে দেওয়া হচ্ছে।
-
আলজেরিয়া: আলজিয়ার্সের পার্বত্য বারবার কাবিলি অঞ্চলের এক গ্রাম সাহিল; সেখানে প্রতিবছর হয় নারীদের ফুটবল টুর্নামেন্ট। অক্টোবরে টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে উল্লসিত দর্শকসারি।
-
অ্যাঙ্গোলা: মহামারীর মধ্যে ক্লাবে আয়োজনের সুযোগ নেই, জুনে ভক্তদের জন্য নিজের শো লাইভস্ট্রিমিং করছেন ডিজে রিচেলি।
-
আর্জেন্টিনা: মহামারীর কারণে ট্যাংগো প্রদর্শনী, প্রশিক্ষণ আর মিলঙ্গা গানের আসর ছিল বন্ধ। তারই মধ্যে মার্চের মাঝামাঝি রাজধানী বুয়েনস আইরেসে প্রায় ফাঁকা এক রেস্তোরাঁয় ট্যাংগোর তালে তালে নাচলেন মাক্রিনা আনাসতাসিয়াদো ও এল মোরোচো।
-
আর্মেনিয়া: নাগোরনো-কারাবাখের সংঘাত নিরসনে শান্তি চুক্তিতে সই করেছে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া। এর প্রতিবাদে নভেম্বরে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবিতে বিক্ষোভের মধ্যে পুলিশের সামনে তর্জনী উঁচিয়ে একজন।
-
অস্ট্রেলিয়া: নিউ সাউথ ওয়েলসের কুরোওয়ান শহরে জানুয়ারিতে চলছিল দাবানল, একটু বাতাস হলেই ছাই ধেয়ে আসছিল নওরা শহরে। ন্যান্সি ও ব্রায়ান অ্যালেন ঘরের বাইরে দাঁড়িয়ে তাই দেখছেন।
-
অস্ট্রিয়া: মহামারী তখনও এতটা ভয়াবহ রূপ পায়নি। ফেব্রুয়ারিতে ভিয়েনায় অপেরা বলের উদ্বোধনী আয়োজনে চলছে নাচ।
-
আজারবাইজান: বারদা শহরের একটি বিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে আশ্রয় হয়েছে এই নারীর। অক্টোবরে নাগোরনো-কারাবাখে যুদ্ধ শুরু হলে তারতার থেকে পালিয়ে আসতে হয়েছে তাকে।
-
বাহরাইন: মহামারী ছড়িয়ে পড়লে মার্চের শেষে সরকারি নির্দেশে মানামা শহরের দক্ষিণে ইসা টাউনে সারি সারি দোকানপাটের দরজা এভাবেই বন্ধ হয়ে যায়।
-
বাংলাদেশ: রাজধানী ঢাকার কাছেই সারিঘাট এলাকা ছেয়ে গিয়েছিল শরতের কাশফুলে। অক্টোবরে সেই কাশবনে ফুল তুলতে দেখা গেল এক কিশোরীকে।
-
বার্বাডোজ: ভাইরাসের প্রকোপ বাড়লে ৩ এপ্রিল রাত ৮টা থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কারফিউ চলে বার্বাডোজে। খাবার, ওষুধ আর এটিএম মেশিন থেকে টাকা তোলা আর জরুরি সেবার কাজের জন্যই শুধু ঘরের বাইরে পা ফেলার অনুমতি ছিল। কারফিউ শুরু হওয়ার আগে একটি সুপার মার্কেটের সামনে লাইন ধরে দাঁড়াতে দেখা যায় ক্রেতাদের।
-
বেলারুশ: প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের দাবিতে মিনস্ক শহরের স্বাধীনতা চত্বরে বিক্ষোভ চলছিল অগাস্টে। তার মধ্যেই নিরাপত্তাবাহিনীর দায়িত্বরত এক সদস্যকে হঠাৎ অলিঙ্গনে বাঁধলেন বিক্ষোভকারী এক নারী।
-
বেলজিয়াম: শরীরে ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ, কার মধ্যেই এল শততম জন্মদিন। ৪ নভেম্বর ব্রাসেলসের বয়স্ক নিবাস ’মেলোপি’র জানালা দিয়ে যেন ভবিষ্যতের দিকে তাকিয়ে লুইস গমবির।
-
বেলিজ: ক্যারিবীয় সাগরের তীরবর্তী এই দেশে ১১ নভেম্বর ছিল প্রধানমন্ত্রী নির্বাচন। বেলিজ সিটির এক ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সারি।
-
বেনিন: আঠার-উনিশ শতকের একজন দাস বণিক ছিলেন ফ্রান্সিসকো ফেলিক্স ডি সুজা। দাসপ্রথার ইতিহাসে বিতর্কিত এই ব্যক্তির একটি ভাস্কর্য রয়েছে কুইদাহ শহরে।
-
বলিভিয়া: বছর খানেক আর্জেন্টিনায় নির্বাসনে কাটিয়ে ৯ নভেম্বর দেশে ফেরেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। সীমান্ত গ্রাম ভিলাজনে অপেক্ষমায় থাকা এক সমর্থক সেই দৃশ্য ধরছেন ধরে রাখেছেন মোবাইল ফোনের ক্যামেরায়।
-
বসনিয়া-হার্জেগোভিনা: জানুয়ারির ১৯ তারিখে খ্রিস্টান ধর্মের অনুসারীদের এপিফানি দিবসের উদযাপন চলছিল ভিসেগ্রাদ শহরে। সাঁতরে যিশুর ক্রুশের কাছে পৌঁছে হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করছেন একজন।
-
ব্রাজিল: আকুটি পেরেইরা নদীতে স্নাসে মেতেছে ১৩ বছরের লুসিয়েন্দ্রো কস্তা। গত ১৩ জুন স্বাস্থ্যকর্মীরা মারাজো আইল্যান্ডের পোর্তেল মিউনিসিপালটির ওই এলাকায় যান করোনাভাইরাস পরীক্ষা করতে। তাতে লুসিয়েন্দ্রো কস্তার মায়েরও কোভিড-১৯ ধরা পড়ে।
-
বুলগেরিয়া: রিবনোভো গ্রামে ফেব্রুয়ারিতে ছিল স্থানীয় নিয়মে বার্ষিক গণ খৎনার আয়োজন। ছেলেকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে তাতে যোগ দিলেন এক মুসলমান বাবা।
-
বুরকিনা ফাসো: মহামারীর মধ্যে স্কুল বন্ধ। মধ্য জুনে গ্রানাইট খনি এলাকার এক পুকুরে ডোবার মধ্যে লাফিয়ে ছুটছে চার বছরের মেলিসা।
-
বুরুন্ডি: মধ্য আফ্রিকার দেশ বুরুন্ডিতে রাজনৈতিক সহিংসতা আর করোনাভাইরাসের মহামারীর মধ্যেই প্রেসিডেন্ট ও লেজিসলেটিভ নির্বাচন হল মে মাসে। এক ভোটকেন্দ্রে নিজের ভোটটি দিচ্ছেন এক নারী।
-
কম্বোডিয়া: মহামারীর মধ্যে জুয়ার আসর বন্ধ। ফেব্রুয়ারির এক সন্ধ্যায় বন্ধ এক ক্যাসিনোর সামনে বসে রয়েছেন কয়েকজন।
-
ক্যামেরুন: অক্টোবরে কুম্বা শহরের এক স্কুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় ৭ শিশু। এর প্রতিবাদে প্রতিবাদে সামিল হন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা।
-
কানাডা: মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্র আর কানাডা দুই দেশেই চলছে নানা বিধিনিষেধ। তার মধ্যেই ২১ জুন দুই দেশের পর্যটকদের নায়াগ্রা জলপ্রপাতে ঘুরে দেখাচ্ছিল দুই দেশের দুই নৌযান। নিউ ইয়র্ক রাজ্যের নিয়মে যুক্তরাষ্ট্রের টুরিস্ট বোট মেইড অফ দ্য মিস্ট বহন করছিল আসন সংখ্যার অর্ধেক যাত্রী। আর অন্টারিওর সুরক্ষা বিধি মেনে কানাডীয় নৌযানে যাত্রী ছিল মোটে ছয় জন।
-
চিলি: চিলিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ চলছিল মার্চে। শিক্ষার্থীদের এক প্রতিবাদ সমাবেশে এক বিক্ষোভকারীকে ঘিরে ধরেছে পুলিশ।
-
চীন: করোনাভাইরাসের মহামারীর মধ্যেই এসেছে আন্তর্জাতিক নার্স দিবস। ১২ মে উহানের এক হাসপাতালে মুখে মাস্ক পরে উদযাপনে সামিল হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। চীনের এ শহরেই করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছিল সবার আগে।
-
কলম্বিয়া: মহামারীর মধ্যে জুন মাসে অধিকারের দাবিতে বিক্ষোভ শুরু হয় কলম্বিয়ায়। বোগোটায় সেই আন্দোলনের মধ্যে এক বিক্ষোভকারীকে পাকড়াও করেছে পুলিশ।
-
কঙ্গো: হাম হওয়ার পর শরীরে আরো কিছু জটিলতা দেখা দিয়েছে তিন বছরের এই শিশুটির। ফেব্রুযারির এক দুপুরে কঙ্গোর উত্তরাঞ্চলে মঙ্গালা রাজ্যের এক হাসপাতালের হাম ওয়ার্ডে শিশুটির মা তাকে খাবার খাইয়ে দিচ্ছেন।
-
কোস্টা রিকা: করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এপ্রিলে স্যান হোজে শহরের এক ক্যাথলিক গির্জা থেকে লাইভ স্ট্রিমিংয়ে চলছে প্রার্থনা। গির্জায় সেই প্রার্থনায় যোগ দেওয়া আদ্রিয়ানা ব্রেনেসের পেছনে বেঞ্চগুলোতে সারি করে রাখা রয়েছে যিশু ভক্তদের ছবি।
-
ক্রোয়েশিয়া: করোনাভাইরাস মহামারীর মধ্যে মে মাসের শেষে ওমিস শহরের সৈকতে পর্যটকদের আনাগোনা বন্ধ। বালুকাবেলায় পড়ে আছে একাকি এক বুলডোজার।
-
কিউবা: করোনাভাইরাস থেকে বাঁচতে কাপবোর্ড কেটে সুরক্ষা পোশাক বানিয়ে নিয়েছেন ৮২ বছর বয়সী অবসরপ্রাপ্ত নার্স ফেরিদিয়া রোজাস। মধ্য জুনে এভাবেই তাকে গেল হাভানার এক বাজারে।
-
সাইপ্রাস: ১৯৭৪ সালে তুর্কি আক্রমণে নিহত সৈন্যরা শায়িত নিকোসিয়ার এই কবরস্থানে। জুলাইয়ের কোনো এক দিন সূর্যাস্তের সময় সেই কবরস্থানে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি।
-
চেক রিপাবলিক: ফেব্রুয়ারির শেষে বিদায় নিচ্ছে শীত। বোহেমিয়ায় চলছে বসন্ত বরণের ঐতিহ্যবাহী কার্নিভাল। ভোরতোভা গ্রামে চলছে তারই উদযাপনে শামিল কয়েকজন।
-
ডেনমার্ক: বড়দিনের মওসুম চলে এসেছে, তবে মহামারী এখনও কাটেনি। নভেম্বরে আলবোর্গ জু কর্তৃপক্ষ শিশুদের মনোরঞ্জনের জন্য বানিয়েছিল সান্তা ক্লজ বুদবুদ। সান্তা ক্লজের সাজে সেই বুদবুদে বসে বাইরে দাঁড়ানো শিশুদের সঙ্গে খেলায় মেতেছেন একজন।
-
ডমিনিকান রিপাবলিক: অক্টোবরে মহামারীর বিধিনিষেধের মধ্যেও বাণিজ্যিক কারণে খোলা রাখা হয়েছিল হাইতি ও ডমিনিকান রিপাবলিকের সীমান্ত। চেকপোস্টে হাইতি থেকে ফেরা এক নারীর তাপমাত্রা পরীক্ষা করে দেখা হচ্ছে, হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার জেল।
-
পূর্ব তিমুর: এপ্রিলে হুডি পরে দিলির রাস্তায় বেরিয়েছেন এক ব্যক্তি। মুখ ঢাকা মাস্কে তিনি লাগিয়ে নিয়েছেন আরেকটি মুখ।
-
একুয়েডর: মহামারীতে অনলাইন ক্লাস করানো হলেও নিম্ন আয়ের পরিবারের ছেলে-মেয়েদের সেই সুযোগ ছিল না। জুলাই মাসে তাদের জন্য গাছতলায় পাঠদানের উদ্যোগ নেয় ১৬ বছরের এক কিশোরী। ক্লাসের বিরতিতে শিশুদের কেউ খেলছে, কেউ আবার পরিষ্কার করছে মাঠ।
-
মিশর: আপনমনে লেকে সাঁতার কাটছেন একজন মিশরীয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অক্টোবরে কায়রোতে ‘পিস ফেস্টিভাল’ বাতিল করে দেয় দেশটির সরকার।
-
এল সালভাদর: মুখে মাস্ক পরা একদল কয়েদিকে দেখা যাচ্ছে জেলখানায়। সেপ্টেম্বরে ওই কারাগার পরিদর্শনের সুযোগ হয়েছিল সংবাদকর্মীদের।
-
এস্তোনিয়া: ফেব্রুয়ারিতে পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ায় ইউরোপিয়ান সওনা ম্যারাথনের আয়োজনে গাড়ির ভেতরে স্টিম বাথে বসেছেন দুজন।
-
ইথিওপিয়া: মার্চে আদ্দিস আবাবার এক কাঁচা বাজারে মানুষের ভিড়।
-
ফিনল্যান্ড: সেপ্টেম্বরে রোভানিয়েমির আকাশে মেরুপ্রভার ঝলক।
-
ফ্রান্স: এপ্রিলে প্যারিসের কাছে এক ক্লিনিকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক কোভিড-১৯ রোগী। খেলার সরঞ্জাম বিক্রয়কারী ব্র্যান্ড ডিক্যাথলন তাদের ইজিব্রিদ স্নরকেলিং মাস্কটি ভেন্টিলেটর হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছে।
-
জর্জিয়া: নভেম্বরে পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিলের দাবিতে এক সমাবেশে ফ্লেয়ার হাতে এক বিক্ষোভকারী।
-
জার্মানি: নিচে চলছে বার-বি-কিউ; ঝুড়িতে করে পানীয় ও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে উপরতলার প্রতিবেশীর কাছে। মহামারীর মধ্যে মার্চ মাসে হামবুর্গ শহরে এভাবেই হল সামাজিকতা রক্ষা।
-
ঘানা: পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এপ্রিলে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর নিমা মার্কেটে গল্পে মেতেছেন মাস্ক পরা দুই নারী।
-
গ্রিস: মার্চের শেষ দিকে চলছে দেশজোড়া লকডাউন। এথেন্সের এক শুনশান গলিতে রাতের বেলা একা হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি।
-
গুয়েতেমালা: স্প্যানিশ ভাষা মার্কিন শিক্ষার্থী লোলা ডায়েলার একজন ব্যাকপ্যাকার। মার্চে মহামারী ছড়িয়ে পড়তে শুরু করলে গুয়েতেমালায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সোলোলার স্যান পেদ্রো লা লেগুনার লেকে সাঁতার কাটতে ঝাঁপ দেওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
-
হাইতি: ফেব্রুয়ারিতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পুলিশ সদস্যরা রাজপথে আন্দোলন শুরু করলে নামানো হয় সেনাবাহিনী, শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। পোর্ট-অ-প্রিন্সের শঁ দে মার্সে ফুটপাতে শুয়ে অস্ত্র তাক করেছেন এক পুলিশ সদস্য। পাশেই ভয়ার্ত চোখে সেই দৃশ্য দেখছে একজন।
-
হলি সি: অক্টোবরের ৪ তারিখ ‘ভাইয়েরা সবাই’ সম্বোধন করে সব গির্জায় চিঠি পাঠানোর পর নিজের জানালায় এসে প্রার্থনা সারেন পোপ। প্রার্থনা শেষে ভ্যাটিকানের সেইন্ট পিটার্স স্কয়ারে এক বাবা তার শিশুকে নিয়ে খেলায় মেতে উঠেছেন।
-
হন্ডুরাস: নভেম্বরে লাতিন আমেরিকার দেশ হন্ডুরাসে চলে ঝড়ের তাণ্ডব, প্রবল বর্ষণে ডুবে যায় লা লিমার অনেক এলাকা। কোনো রকমে বিছানাপত্র সরিয়ে এনে তাতে বসে শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক মা।
-
হাঙ্গেরি: নভেম্বরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন পোলগার্ডি শহরের ট্রান্সজেন্ডার যুগল এলভিরা অ্যাঞ্জিয়াল ও তামারা সিলাং। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সমকাম বিদ্বেষের কারণে সেখানকার সমকারীরা এখনও বিয়ের অনুমতি পাচ্ছেন না। আবার ট্রান্সজেন্ডারদের আইনগতভাবে স্বীকৃতিও মিলছে না। এর মধ্যেও তামারাকে বিয়ে করতে নিজের লিঙ্গ পরিচয়ে রূপান্তর ঘটিয়ে নারী হয়েছেন এলভিরা। কাগজপত্রে পরিচয় এখনও পুরুষ রয়ে গেলেও এলভিরা জীবন যাপন করছেন নারী হিসেবেই।
-
আইসল্যান্ড: মার্চ মাসে, স্কোয়াফস জলপ্রপাতের সামনে।
-
ভারত: মার্চে হোলি উৎসবের অংশ হিসেবে আহমেদাবাদে চলছে ‘হোলিকা দহন’। অগ্নিকুণ্ড ঘিরে প্রদক্ষিণ করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
-
ইন্দোনেশিয়া: নতুন শ্রম আইন বাতিলের দাবিতে অক্টোবরে বিক্ষোভ শুরু হয় ইন্দোনেশিয়ায়। জাকার্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে এক বৃদ্ধাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের কয়েকজন।
-
ইরান: তেগরানের মিলাদ টাওয়ারে ড্রাইভ-ইন-সিনেমা অর্থ্যাৎ গাড়িতে বসে বড় স্ক্রিনে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। মহামারীর মধ্যে সেখানেই চলচ্চিত্র উপভোগ করছেন এই ইরানি দম্পতি।
-
ইরাক: মহামারীর মধ্যে অক্টোবরে কারবালা শহরে এক বেসরকারি সংস্থার সুইমিং পুলে নামার আগে শিশুদের সারি করে দাঁড় করিয়ে জীবাণুনাশক দেওয়া হচ্ছে।
-
আয়ারল্যান্ড: করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলে এপ্রিলে মানুষের অবাধ চলাচলে লাগাম টানে আয়ারল্যান্ড। ডাবলিনে যার যার বাড়ির সামনে প্রতিবেশীদের সঙ্গে আড্ডা চলে দূরত্ব বজায় রেখে।
-
ইসরায়েল: টিসা বিআভ হল ইহুদিনের শোকের দিন। তাদের বিশ্বাস, জুলাই মাসের এই দিনেই ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাদনেজার সলোমনের টেম্পল ধ্বংস করে। আর পরে রোমানদের হাতে ধ্বংস হয় দ্বিতীয় টেম্পল। এই দিনটিতে তারা উপবাস করেন, জেরুজালেমের পশ্চিম দেয়ালে প্রার্থনায় অংশ নেন।
-
ইতালি: করোনাভাইরাসের কারণে মার্চে চলছে লকডাউনের বিধিনিষেধ। স্কুল শিক্ষক মারজিও তোনিওলোর পায়ের আঙ্গুলে রঙ মাখিয়ে দিচ্ছে তার দুই বছরের কন্যা বিয়াঙ্কা। তার মা চিয়ার জুদাস বারান্দায় বসে বাইরে তাকিয়ে। বিশেষ এই মুহূর্তের ছবি ক্যামেরায় বন্দি করেছেন মারজিও নিজেই।
-
আইভরি কোস্ট: করোনাভাইরাস মহামারীর মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হাত ধোয়া। এপ্রিলের প্রথম দিন আবিদজানের রোজ এডিথ লউকু তার রেস্তোরাঁয় বসে ঘরে বানানো তরল সাবান বোতলে ভরছেন।
-
জ্যামাইকা: যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে জুন মাসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে জ্যামাইকাতেও বিক্ষোভ হয়। কিংস্টনে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
-
জাপান: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জাপান সরকার এপ্রিলে জরুরি অবস্থা ঘোষণা করার পর টোকিও শহরের বারগুলো বন্ধ হয়ে যায়। এমনই এক বন্ধ বারের সামনে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে এক রেস্তোরাঁ কর্মী।
-
জর্ডান: মহামারী কারণে মে মাসে আম্মানে জারি করা হয় কারফিউ। বাইরে যেতে না পারলেও অনলাইনে বক্সিং প্রশিক্ষণে যোগ দিয়ে বাড়ির ছাদে চর্চা চালিয়ে যাচ্ছে দুই ভাই হুসেইন ও জায়েদ আশিস। আরো তিনজন বক্সিং খেলোয়ারের সঙ্গে তারাও মনোনীত হয়েছে আগামী অলিম্পিকের জন্য।
-
কাজাখস্তান: নভেম্বরে আলমাটির তুষার ঢাকা ন্যাশনাল পার্কে ঘোড়ায় চড়ে পরিদর্শন করছেন এক পুলিশ কর্মকর্তা।
-
কেনিয়া: কাজিয়াদোর মাপারাসা পাহাড়ের পাদদেশে ওলনেশের উৎসব হয় ১৫ বছরে একবার। এ উৎসবে মাসাই আদিবাসী তরুণ যোদ্ধাদের উপনয়ন ঘটে সমাজের বয়স্ক সদস্য হিসেবে। এ উৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মাংস ভক্ষণ। করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছর এ উৎসব প্রাথমিকভাবে স্থগিত করা হলেও শেষ পর্যন্ত সেপ্টেম্বরে প্রায় ১০ হাজার মানাইয়ের অংশগ্রহণে ওলনেশের অনুষ্ঠিত হয়।
-
কসোভো: করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন সম্ভাব্য রোগীদের সেবা দিতে প্রিস্টিনা শহরে মার্চে খাঁটানো হয় এই তাঁবু। দুজন স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা পোশাকে তাঁবুতে দেখা যাচ্ছে রোগীর অপেক্ষায়।
-
কুয়েত: কুয়েত ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ড মিলনায়তনে মার্চে বসানো হয় করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র। সুরক্ষা পোশাক পরা একজন স্বেচ্ছাসেবক সেখানে দিক নির্দেশনা দিচ্ছেন হাতের ইশারায়।
-
কিরগিজস্তান: হর্সবল ফেডারেশন অফ কিরগিস্তান ও ফরাসি দূতাবাস মিলে ফেব্রুয়ারিতে কিরগিজস্তানের এক গ্রামে আয়োজন করে হর্সবল প্রতিযোগিতার। ঘোড়ার পিঠে চড়া ফ্রান্স ও কানাডার প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের দেখা যাচ্ছে খেলার এক বিশেষ মুহূর্তে।
-
লাওস: মেংক নদীর এই অংশে নির্মিত হবে লুয়াং প্রাদাং ড্যাম। ফেব্রুয়ারিতে সেখানে নৌকায় দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
-
লাটভিয়া: করোনাভাইরাসের মহামারীর কারণে মিলনায়তনের ভেতরে অনুষ্ঠানের আয়োজন বন্ধ। জুন মাসে রিগা শহরে তাই আয়োজন করা হয়েছিল ড্রাইভ-ইন কনসার্ট। মঞ্চের পারফরম্যান্স দেখানো হচ্ছে বড় এলইডি স্ক্রিনে; সামনে বিশাল পার্কিং এলাকায় সারি করে রাখা গাড়িতে বসে উপভোগ করছেন দর্শকরা।
-
লেবানন: বৈরুতের বন্দর এলাকার গুদামে সাত বছর ধরে পড়ে থাকা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণে ১৩ অগাস্ট ধ্বংসস্তূপে পরিণত হয় বিশাল এলাকা। বিস্ফোরণের ধাক্কায় বন্দর সংলগ্ন আবাসিক এলাকাগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
-
লেসোথো: ২০১৭ সালে টমাস থাবানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু’দিন আগে তার স্ত্রী লিপোলেলোকে গুলি করে হত্যা করা হয়। হামাসানা গ্রামে লিপোলেলোর বাড়ির পাশে যেখানে সেই হত্যাকাণ্ড ঘটেছিল, ফেব্রুয়ারিতে সেখানে দাঁড়িয়ে রয়েছেন প্রতিবেশীদের কয়েকজন।
-
লাইবেরিয়া: মনরোভিয়ায় লকডাউন শুরু হয় ১১ এপ্রিল। প্রথম দিন রাস্তায় বসা দোকানিদের তুলে দিতে দেখা যায় পুলিশকে।
-
লিবিয়া: জুন মাসের শুরুতে ত্রিপোলির দক্ষিণের শহর তরহুনার নিয়ন্ত্রণে নেওয়ার পর সরকার সমর্থক যোদ্ধাদের উল্লাস।
-
লিথুয়ানিয়া: জুলাই মাসে শেক্সপিয়রের নাটক ‘এ মিডসামার নাইট’স ড্রিম’ এর নামেই আয়োজন করা হয়েছে ফুল উৎসবের। হাজার হাজার ফুল বিছিয়ে করা হয়ে গালিচা, বানানো হয় ভাস্কর্য। সেই উৎসবে এসে এক যুগল ক্যামেরাবন্দি হন চুম্বনরত অবস্থায়।
-
লুক্সেমবুর্গ: বিশ্বের প্রথম দেশ হিসেবে লুক্সেমবুর্গ গত ফেব্রুয়ারিতে বিনা পয়সায় গণপরিবহনে চড়ার সুযোগ করে দেয়। লুক্সেমবুর্গ রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা।
-
মাদাগাস্কার: কফি গাছে প্রচুর ফলন এসেছে এবার। গত জানুয়ারিতে কফি বেরি তুলছেন গ্রামের এক কৃষক।
-
মালাউই: মালাউইয়ের সাংবিধানিক আদালত নির্বাচনে প্রেসিডেন্ট পেটার মুথারিকার জয় বাতিল ঘোষণা করে ফেব্রুয়ারিতে। বিরোধী দলীয় নেতা লাজারাস চাকভেরার সমর্থকরা সেই বিজয় উদযপান করছেন রাস্তায়।
-
মালয়েশিয়া: মহামারীর কারণে এপ্রিলে মালয়েশিয়ায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কুয়ালা লামপুরে গৃহহীনদের থাকার জন্য বন্দোবস্ত করা হয় অস্থায়ী তাঁবুর।
-
মালি: বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা এবং সে পর্যন্ত কীভাবে দেশ পরিচালিত হবে তা নিয়ে সেপ্টেম্বরে মালির সামরিক বাহিনীর ন্যাশনাল কমিটি ফর দ্য স্যালভেশন অব দ্য পিপল (সিএনএসপি), ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কয়েকশ প্রতিনিধি আলোচনায় বসেন রাজধানী বামাকোর কনফারেন্স হলে। নেতৃত্বে পরিবর্তন বদল প্রত্যাশীরা তখন বাইরে স্লোগান দিচ্ছিলেন।
-
মাল্টা: পৃথিবী থেকে নিওওয়াইজ বা সি/২০২০ এফ৩ ধূমকেতু আবার দেখা যাবে ৬৮০০ বছর পর। সেই সুযোগ না হারাতে আগ্রহী অনেকেই গত জুলাই মাসে সূর্য ডোবার পর পর আকাশে চোখ রাখেন ধূমকেতুটি একঝলক দেখার আশায়। মাল্টায় ১৭ শতকের একটি উপকূলীয় স্থাপনার পেছনে আকাশে দেখা গেল ধূমকেতু নিওওয়াইজের পুচ্ছ।
-
মরিশাস: জাপানের তেলবাহী জাহাজ এমভি ওয়াকাশিও গত ২৫ জুলাই মরিশাসের দক্ষিণপূর্ব উপকূলে একটি প্রবালপ্রাচীরের ভেতর আটকা পড়ে। সেটি ফুটো হয়ে সমুদ্রে তেল ছড়িয়ে পড়তে শুরু করলে মরিশাস সরকার পরিবেশ বিপর্যয়ে ‘সর্বোচ্চ সতর্ক অবস্থা’ জারি করে। সমুদ্রে ছড়িয়ে পড়া তেলের সেই ছবি ধারণ করা হয়েছে ড্রোন থেকে।
-
মেক্সিকো: জুন মাসে মেক্সিকোতে বাড়ছিল করোনাভাইরাসে মৃত্যু। মেক্সিকো সিটির অদূরে একটি কবরস্থানে নতুন কবরের জন্য মাটি খুঁড়ে রাখছেন এক কর্মী।
-
মলদোভা: প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হয় গত ১৫ নভেম্বর। একটি কেন্দ্রে ভোটারদের তথ্য মিলিয়ে দেখছেন একজন নির্বাচনী কর্মকর্তা।
-
মোনাকো: জুন মাসে খুলে দেওয়া হয় মোনাকোর ক্যাসিনোগুলো। মন্টে কার্লো ক্যাসিনো খোলার আগে মুখে মাস্ক পরে জুয়ার টেবিল সাফ করছেন একজন কর্মী।
-
মঙ্গোলিয়া: চীনা কর্তৃপক্ষের দেওয়া নতুন নির্দেশনায় ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের স্কুলগুলোতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদানে মান্দারিনের ব্যবহার ধীরে ধীরে বাড়াতে বলা হয়। মঙ্গোলীয় ভাষায় পড়াশোনার সুযোগ কমিয়ে মান্দারিন ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সেপ্টেম্বরে উলানবাটোরে জমায়েত হয়েছেন বিক্ষোভকারীরা।
-
মন্টিনিগ্রো: মন্টিনিগ্রোর সার্বিয়ান অর্থোডক্স গির্জার বিশপ রাদোভিচকে শেষ বিদায় জানাতে নভেম্বরের প্রথম দিন জমায়েত হয়েছেন একদল যাজক৷ রাদোভিচ করোনাভাইরাসের সংক্রমণে মারা যান।
-
মরক্কো: মহামারীর কারণে মার্চে মসজিদ বন্ধ রাখা হয়েছিল কাসাব্লাংকায়। ৭৫ বছর বয়সী এই ব্যক্তি জুমার নামাজ পড়ছিলেন বাড়িতেই।
-
মোজাম্বিক: বিশেষ উপায়ে চুলের ভাগে ভাগে জট বানিয়ে নেওয়াকে বলে ড্রেডলকস। ফেব্রুয়ারিতে মাপুটোর কাছে এক স্যালুনে চুল ধুতে এসেছিলেন এই নারী।
-
মিয়ানমার: ইয়াঙ্গুনের বস্তি এলাকায় করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে অক্টোবরে জারি করা হয় লকডাউনের বিধিনিষেধ। এক কারখানার শ্রমিককে দেখা যাচ্ছে মাস্ক পরে মিনিবাসে চড়েতে।
-
নামিবিয়া: মধ্য জুলাইয়ের তপ্ত আবহাওয়ায় শুষ্ক বাতাস বিশাল নামিব মরুভূমির লাল বালু উড়িয়ে নিয়ে চলেছে আটলান্টিক উপকূলে।
-
নেপাল: এপ্রিলে লকডাউনের মধ্যেই গ্রামের পথে চলেছিল চার বছরের নিরা। পথে তাকে থামানো হলে একটি থানার কাছে ঘুমিয়ে পড়ে শিশুটি।
-
নেদারল্যান্ডস: মার্চে ফুলের নিলামে ক্রেতাদের অর্ডার অনুযায়ী সাজিয়ে রাখছেন একজন কর্মী।
-
নিউ জিল্যান্ড: চ্যাথাম দ্বীপপুঞ্জ নিউ জিল্যান্ডের পূর্ব উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। গত নভেম্বরে সেখানে সৈকতে আটকা পড়ে ৯৭টি তিমি ও তিনটি ডলফিনের মৃত্যু ঘটে।
-
নিকারাগুয়া: গ্রানাদা শহরে অগাস্টে মহামারীর মধ্যেই আয়োজন হয় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। খেলার ময়দানে এক প্রতিযোগী ষাঁড়ের তাড়া খেয়ে ছুট দিলেন।
-
নাইজেরিয়া: সেপ্টেম্বরে একটি ফ্লো স্টেশনে বালির বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। নিচে তেল মেশানো পানিতে পড়েছে তার প্রতিবিম্ব। একটু সামনেই দুটো গ্যাস ফার্নেসে জ্বলছে আগুন।
-
উত্তর কোরিয়া: অক্টোবরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫ বছর পূর্তি উদযাপনের এই ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
-
উত্তর মেসিডোনিয়া: বড়দিন উদযাপনে এক চার্চে শিশুরা হাতে ধরে রেখেছে তারা বসানো কাঠি।
-
নরওয়ে: জুন মাসে দূর থেকে দেখা যাচ্ছে ২৩০ ফুট দীর্ঘ একটি উইন্ড টারবাইনের পাখা।
-
ওমান: মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানে টানা ৫ দশক শাসন করা সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে মাসকটের রয়্যাল অপেরা হাউজে ১১ জানুয়ারি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
-
পাকিস্তান: করাচিতে মে মাসের গরমে অতিষ্ঠ এই রেল কর্মী গোসল সারছেন।
-
পানামা: পানামা সিটির উপকূলে নোঙর করে রাখা হয়েছে ক্রুজশিপ এমএস জানদাম। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ায় মার্চে এ প্রমোদ তরীর চার যাত্রীর মৃত্যু হয়।
-
পাপুয়া নিউ গিনি: নয় বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় ২০০৫ সালে একটি শান্তিচুক্তির মাধ্যমে স্বায়ত্তশাসন পায় বুগেনভিল দ্বীপপুঞ্জ। গত সেপ্টেম্বরে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনির অধীনে থাকা বুগেনভিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক বিদ্রোহী কমান্ডার ইসমায়েল তরোয়ামা।
-
প্যারাগুয়ে: তখনও করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়নি প্যারাগুয়েতে। জানুয়ারি মাসে হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন একজন ডেঙ্গু রোগী।
-
পেরু: গত নভেম্বরে পেরুর কংগ্রেস ৭৬ বছর বয়সী কংগ্রেস সদস্য ফ্রানসিসকো সাগাস্তিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মনোনীত করে। ছবিতে পেরুর জাতীয় পতাকা স্পর্শ করে আছেন এক ব্যক্তি।
-
ফিলিপিন্স: করোনাভাইরাস মহামারীর মধ্যে গত সেপ্টেম্বরে রাজধানী ম্যানিলার এক হাসপাতালে নবজাতক শিশুদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর অপেক্ষায় মায়েরা।
-
পোল্যান্ড: পোলিশ সাংবিধানিক ট্রাইব্যুনাল অক্টোবরে গর্ভপাতে কড়াকড়ি আরোপের পাশাপাশি গর্ভপাতকে সংবিধান পরিপন্থি বলে রায় দিলে বিক্ষোভ শুরু হয়। মুখে রঙধনু নকশার মাস্ক পরে বিক্ষোভে যোগ দেন এই নারী।
-
পর্তুগাল: অক্টোবরে নাজারের সৈকতে সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে টেক্কা দিচ্ছেন একজন সার্ফার।
-
কাতার: মার্চে ঐতিহ্যবাহী পোশাক পরে দোহার রাস্তায় ঘোড়ায় চড়ে ঘুরতে দেখা যাচ্ছে দুজনকে।
-
রোমানিয়া: লকডাউনের বিধিনিষেধে এপ্রিলে মাসে 'যিশুর পুনরুত্থান' দিবসে গির্জায় বিশেষ প্রার্থনায় যোগ দেওয়া হয়নি। তবে পরে মে মাসে সামাজিক দূরত্ব মেনে প্রার্থনায় সমবেত হন খ্রিস্ট ধর্মের অনুসারীরা।
-
রাশিয়া: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মস্কো শহরে করা হয়েছে এই অস্থায়ী হাসপাতাল। নভেম্বরে রোগীদের চিকিৎসা দিতে দেখা যাচ্ছে সেখানে।
-
রুয়ান্ডা: মার্চ মাসে বিধিনিষেধ জারির পর বাসে ওঠার আগে স্বাস্থ্যবিধি মানতে সবার জন্য বসানো বেসিনে হাত ধুয়ে নিচ্ছেন একজন ব্যক্তি।
-
সৌদি আরব: গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের তাবুক প্রদেশে তুষারপাতের পর তাবু থেকে বেরিয়ে আগুন পোহাচ্ছেন এক ব্যক্তি।
-
সেনেগাল: পঁচিশ বছর বয়সী খাজু সামবে সেনেগালের প্রথম পেশাদার নারী সার্ফার। অগাস্টে ডাকারে প্রশিক্ষণের মধ্যেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
-
সার্বিয়া: সেপ্টেম্বরে রাজধানী বেলগ্রেডের কেলেমেগডান প্রাসাদে হাঁটু মুড়ে বসে প্রেমিকার পাণিপ্রার্থনা করছেন তার প্রেমিক।
-
সিয়েরা লিওন: মার্চে করোনাভাইরাস ছড়াতে শুরু করে সিয়েরা লিওনে। তার মধ্যেই ফ্রি টাউনের ফোরাহ বে মার্কেটে পণ্যের পসরা সাজিয়ে খদ্দেরের অপেক্ষায় ফুটপাতের দোকানিরা।
-
সিঙ্গাপুর: মহামারীর শুরুতে ভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ সাফল্য পায় সিঙ্গাপুর। এপ্রিলে শহরবাসী যার যার ঘরের বারান্দায় এসে একযোগে গান গেয়ে শ্রদ্ধা জানায় নিরলস সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী শ্রমিকদের।
-
স্লোভাকিয়া: এপ্রিলে ঐহিত্যবাহী পোশাক আর মুখে মাস্ক পরে ইস্টার উৎসবের জন্য ডিমের গায়ে নকশা করছেন সেব্লাহোভ গ্রামের দুই তরুণী।
-
স্লোভেনিয়া: সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেশ স্লোভেনিয়ায় ব্রোঞ্জ দিয়ে গড়া তার একটি ভাস্কর্য উন্মোচন করা হয়।
-
সোমালিয়া: নভেম্বরে মোগাদিসুর এই এলাকায় হানা দেয় পঙ্গপাল। ফসলখেকো এই পতঙ্গ তাড়াতে গাছে উঠে পড়েছে এক সোমালি মেয়ে।
-
দক্ষিণ আফ্রিকা: তখন মধ্য জুলাই; পেছনে ছলকে উঠছে ঢেউয়ের ফেনা, সেই দৃশ্য পেছনে রেখে সেলফি তুলছেন কেপ টাউনের এক নারী।
-
দক্ষিণ কোরিয়া: অক্টোবরে চারদিক ছেয়ে গেছে গোলাপি রঙের মুহলি ঘাসে। এর মাঝে দেখা গেল দুজন নারীকে; একজন সেলফি তুলছেন এবং অন্যজন রূপচর্চায় মনোযোগী।
-
দক্ষিণ সুদান: দক্ষিণ সুদানের পিপল’স ডিফেন্স ফোর্সেস (এসএসপিডিএফ), অপোজিশন অ্যালায়েন্স (এসএসওএ) এবং দ্য সুদান পিপল’স লিবারেশন মুভমেন্ট ইন অপোজিশনের (এসপিএলএম-আইও) সৈন্যরা গত ফেব্রুয়ারিতে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছিলেন যুবায়।
-
স্পেন: আগের বছর জুলাই মাসে ষাঁড়ের লড়াই হয়েছিল এখানে। তবে মহামারীর কারণে ২০২০ সালের উৎসব বাতিল হয়ে যায়। ২০১৯ সালে উৎসবে এক প্রতিযোগীকে ষাঁড় তাড়া করে ফেরার ছবি হাতে ধরে রেখেছেন রয়টার্সের আলোকচিত্রী।
-
শ্রীলঙ্কা: তখন মে মাস। স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লিফটে তিনজন দূরত্ব বজায় রেখে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছেন। প্রায় দুই মাসের লকডাউন শেষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলার পর এভাবেই সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা দেখা যায়।
-
সুদান: ইথিওপিয়ার তিগ্রে প্রদেশে চলমান গৃহযুদ্ধ থেকে পালিয়ে এসেছেন এই শরণার্থীরা। নভেম্বরে সুদান-ইথিওপিয়া সীমান্তে খাবারের জন্য ভিড় করা শরণার্থীদের দেখা যাচ্ছে ছবিতে।
-
সুরিনাম: সুরিনামে সরকারের দুর্নীতির প্রতিবাদে গত ফেব্রুয়ারিতে বিক্ষোভে নামে সে দেশের মানুষ।
-
সুইডেন: নাপিত ও খদ্দের দুজনের মুখেই সুরক্ষা মাস্ক। করোনাভাইরাস পরিস্থিতিতে এপ্রিলে এভাবেই চুল কাটা চলছে মালমোর এক সেলুনে।
-
সুইজারল্যান্ড: এপ্রিলে রৌদ্রজ্জ্বল বসন্তে ক্যানোলা ক্ষেতের মাঝ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
-
সিরিয়া: যুদ্ধ বিধ্বস্ত আলেপ্পোর আতারিবে মে মাসে ধ্বংসস্তূপের মাঝে ইফতার বিলি করেছেন একজন স্বেচ্ছাসেবক। তাই খেতে বসেছে সবাই।
-
তাইওয়ান: অক্টোবরে সেনা সদস্যদের গণবিবাহে ছবি তুলছেন এক লেফটেন্যান্ট ও তার স্ত্রী।
-
তানজানিয়া: স্বাস্থ্য সুরক্ষায় মাস্কের পাশাপাশি ফেইস শিল্ডও পরছেন অনেকে। মে মাসে দার এস সালামের এই কারখানায় প্লাস্টিক রিসাইকেল করে ফেইস শিল্ড বানাতে দেখা যাচ্ছে।
-
থাইল্যান্ড: ১৯৭৩ সালের আন্দোলনের ৪৭তম বার্ষিকীতে ১৪ অক্টোবর থাইল্যান্ডজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়।
-
টোগো: ফেব্রয়ারিতে বাগুইডার এক স্কুলের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শিক্ষার্থীরা। সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটি এখন ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে।
-
ত্রিনিদাদ ও টোবাগো: নভেম্বরে ভেনিজুয়েলা থেকে আসা শরণার্থীদের খেতে দেওয়া হয়েছে এরিন দ্বীপে।
-
তিউনিসিয়া: ১৯ বছরের এই তরুণ একজন হ্যান্ডবল রেফারি। এপ্রিলে দোকানের বাইরে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করে জমায়েত হওয়া নারীদের সতর্ক করতে নীল কার্ড দেখাচ্ছেন তিনি।
-
তুর্কি: ইস্তাম্বুলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এপ্রিলে বন্ধুর বাড়ির ছাদে নাচে মেতেছেন এক নৃত্যশিল্পী; সঙ্গী হিসেবে রয়েছেন দুই যন্ত্রী। মহামারীর মধ্যে প্রতিবেশীদের জন্য মাঝে মাঝেই এমন আয়োজন করেন তারা।
-
তুর্কমেনিস্তান: জুলাই মাসে আসগাবাতের রাস্তায় মাস্ক পরে গণপরিবহনে যাত্রীরা।
-
উগান্ডা: রাজধানী কাম্পালায় যেভাবে লকডাউন জারি ও রিলিফের খাবার বিলি করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করায় মে মাসে এই নারী শিক্ষাবিদকে আটক করে পুলিশ।
-
ইউক্রেইন: জুলাই মাসে বিদ্রোহী ডোনেস্ক পিপলস রিপাবলিকের যোদ্ধাদের সঙ্গে ইউক্রেনেইর সেনাবাহিনীর সংঘাতে ৭৭ বছর বয়সী এই নারীর ঘর ক্ষতিগ্রস্ত হয়।
-
সংযুক্ত আরব আমিরাত: এপ্রিলে আবুধাবির একটি হাসপাতালে এন৯৫ মাস্ক ঝুলিয়ে রেখেছেন একজন টেকনিশিয়ান; অতিবেগুনি রশ্মি দিয়ে এসব মাস্ক জীবাণুমুক্ত করা হবে।
-
যুক্তরাজ্য: পূর্ব ল্যাংকাশায়ারের একটি হাসপাতালে উইমেন অ্যান্ড নিউবর্ন সেন্টারের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের দৃশ্য এটি। মে মাসে অপরিণত সময়ে জন্ম নেওয়া এক শিশুকে তার মায়ের কাছে নিয়ে এসেছেন নার্স।
-
যুক্তরাষ্ট্র: লুইজিয়ানা রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছিল আগেভাগেই। ডানা ক্লার্ক তার ১৮ মাসের ছেলেকে কোলে নিয়ে সিটি হলে লাইনে দাঁড়িয়েছেন। একটি স্বচ্ছ ব্যাগ দিয়ে নিজের ও কোলের সন্তানকে মুড়ে রেখেছেন তিনি।
-
উরুগুয়ে: মার্চের প্রথম দিন। এই অনুষ্ঠানেই শপথ নেবেন উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট। ঘোড়া নিয়ে অপেক্ষা করছে তার সমর্থকরা।
-
উজবেকিস্তান: শ্রেণিকক্ষে নয়; মহামারীর কারণে সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে মাঠেই বসানো হয়েছে শিক্ষার্থীদের; সবাইকে মাস্ক ও গ্লাভস পরতে হয়েছে।
-
ভেনেজুয়েলা: মহামারীর কারণে এপ্রিলে চলছিল লকডাউন। তবে ১৪ বছরের কম বয়সীদের দিনে আট ঘণ্টা বাইরে খেলার সুযোগ ছিল। একটি অকেজো ট্যাংকে চড়ে খেলায় মেতে উঠতে দেখা গেল এই শিশুদের।
-
ভিয়েতনাম: মে মাসে দা নাং বিচে চলছে মাছ শিকার।
-
ইয়েমেন: জুলাই শেষ প্রায়, কোরবানির ঈদ এল বলে। রাজধানীর সানার পশুবাজারে একটি ভেড়াকে পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছেন এক লোক।
-
জিম্বাবুয়ে: নভেম্বরে রাজধানী হারারের একটি বাজারে রান্নার জন্য তেল কিনছেন একজন ক্রেতা।
ইতিহাসের পাতায় ২০২০ চিহ্নিত হয়ে থাকবে ভয়ঙ্কর এক মহামারীর বছর হিসেবে। তারপরও প্রতিটি দেশেই ঘটেছে নানা ঘটনা, যেগুলো মহামারীর মধ্যেও আলাদাভাবে নজর কেড়েছে। প্রতিটি দেশের একটি করে ছবি নিয়ে এই অ্যালবাম সাজিয়েছে রয়টার্স।