করোনাভাইরাস: যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরন ‘আরও দ্রুত ছড়ায়’

যুক্তরাজ্যে শনাক্ত কোভিড-১৯ এর নতুন একটি ধরন আরও দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উয়িটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 03:56 PM
Updated : 19 Dec 2020, 04:22 PM

এটি মৃত্যুর হার আরও বৃদ্ধির কারণ যেন না হতে পারে, তা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে কাজ শুরু করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে অধ্যাপক উয়িটি বলেছেন, “সোমবার যেমনটি ঘোষণা করা হয়েছিল, যুক্তরাজ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের জেনোমিক নজরদারির মাধ্যমে কোভিড-১৯ এর একটি নতুন ধরন শনাক্ত করেছে।

“গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্য ও সাউথ ইস্টে দ্রুত বাড়তে থাকা ঘটনার হারের কারণে ইমার্জিং রেসপিরেটোরি ভাইরাস থেটস্ অ্যাডভাইজরি গ্রুপ (এনইআরভিটিএজি) এখন বিবেচনা করছে যে নতুন ধরনটি আরও দ্রুত ছড়াতে পারে।”

করোনাভাইরাসের নতুন এই রূপটি আরও দ্রুত ছড়াতে পারে, এ বিষয়টি যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) অবহিত করেছে বলে উয়িটি জানিয়েছেন।