আমরা এখনও জিততে পারি, জর্জিয়ায় সিনেট নির্বাচনী প্রচারে বললেন ট্রাম্প
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020 08:29 PM BdST Updated: 06 Dec 2020 08:29 PM BdST
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় দ্বিতীয় দফা সিনেট নির্বাচনী প্রচার সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফের জো বাইডেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। সেইসঙ্গে এখনও নিজের জয়ের সুযোগ আছে বলেও জানিয়েছেন।
গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প জর্জিয়ায় এই প্রথম নিজ দল রিপাবলিকান পার্টির পক্ষে প্রচার চালাতে কোনও সমাবেশে অংশ নিলেন।
জর্জিয়ায় জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ‘রানঅফ’ সিনেট নির্বাচন। এ নির্বাচনের ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে। এই রাজ্য থেকে দুইজন সিনেটর নির্বাচিত হবেন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ আগে থেকেই ডেমোক্র্যাটদের দখলে।
বিবিসি জানায়, জর্জিয়াকে একসময় রিপাবলিকানদের ঘাঁটি বলা হত। কিন্তু এবার সেখানে জিতেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯৯২ সালের পর বাইডেনই প্রথম কোনও ডেমোক্র্যাটিক প্রার্থী যিনি জর্জিয়ায় বিজয়ী হয়েছেন।
বাইডেন নির্বাচিত হলেও ট্রাম্প এখনও নিজের পরাজয় স্বীকার করেননি। বরং বারবার ‘ভোট কারচুপির’ অভিযোগ তুলেছেন। একই অভিযোগ নিয়ে তার দল বেশ কয়েকটি রাজ্যে মামলা করে।
কিন্তু ভোটে অনিয়মের পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তাদের বেশিরভাগ মামলাই খারিজ হয়ে যায়।
বিবিসি জানিয়েছে, জর্জিয়ায় শনিবার সমাবেশ শুরুর আগেই এক টুইটে রাজ্যের রিপাবলিকান গভর্নর ব্রিয়ান কেম্পের সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, গভর্নরের উচিত ছিল সেখানে জো বাইডেনের বিজয় আটকাতে তাকে সাহায্য করা।
জর্জিয়ায় প্রায় দুই ঘণ্টা ধরে বক্তৃতা দেন ট্রাম্প। তার বক্তব্যের বেশিরভাগজুড়েই তিনি জর্জিয়ার দুই রিপাবলিকান সিনেটরকে পুনঃনির্বাচিত করার কথা বলেছেন। সমর্থকদের সামনে ট্রাম্প এও বলেন, তিনি এখনও নির্বাচনে জিতে যেতে পারেন।
‘‘তারা আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণা এবং কারচুপি করেছে। কিন্তু আমরা এখনও জিততে পারি। কেম্পের আরও অনেক বেশি কঠোর হওয়া উচিত ছিল,” বলেন তিনি।
এখনও পরাজয় স্বীকার না করলেও শনিবারের ভাষণে ট্রাম্পের গলায় কিছুটা হাল ছেড়ে দেওয়ার সুর ছিল। তিনি বলেন, নবনির্বাচিত ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট ক্ষমতায় এসেই হয়ত দ্রুত তার সব বৈদেশিক নীতি পাল্টে দেবেন।
ট্রাম্প পরাজয় স্বীকার করুন বা নাই করুন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন।
গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন অনানুষ্ঠানিকভাবে ৩০৬টি এবং ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন হয়।
আগামী ১৪ ডিসেম্বর দেশজুড়ে যত ইলেকটোরাল কলেজ আছেন তারা বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
-
শ্রীলঙ্কা: জরুরি সেবা ছাড়া সর্বত্র জ্বালানি সরবরাহ বন্ধ
-
যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
-
টেক্সাসে ৪৬ লাশ: তাপদাহের মধ্যেও ট্রাকটিতে কোনো পানি ছিল না
-
জর্ডানে ক্লোরিন গ্যাস ছড়িয়ে ১২ জনের মৃত্যু, অসুস্থ ২৫১
-
যুক্তরাষ্ট্রে ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩
-
ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের পাল্টা প্রকল্প আনছে জি-৭
-
যুক্তরাষ্ট্রে ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩
-
শ্রীলঙ্কা: জরুরি সেবা ছাড়া সর্বত্র জ্বালানি সরবরাহ বন্ধ
-
ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
-
জর্ডানে ক্লোরিন গ্যাস ছড়িয়ে ১২ জনের মৃত্যু, অসুস্থ ২৫১
-
টেক্সাসে ৪৬ লাশ: তাপদাহের মধ্যেও ট্রাকটিতে কোনো পানি ছিল না
-
যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি