দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর ৮ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 12:17 PM BdST Updated: 05 Dec 2020 12:17 PM BdST
-
অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইনজ গ্রাসার। ছবি রয়টার্স থেকে নেওয়া
অস্ট্রিয়ার একটি আদালত দুর্নীতির দায়ে দেশটির সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইনজ গ্রাসারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।
সরকারি মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির প্রকল্পে অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও চুক্তির নথি বিকৃতির অভিযোগে শুক্রবার গ্রাসার দোষী সাব্যস্ত হন বলে জানিয়েছে বিবিসি।
সাবেক এ অর্থমন্ত্রী ৯ মিলিয়ন ইউরোর বেশি ঘুষ লেনদেনের ঘটনায় জড়িত ছিলেন, জানিয়েছে ভিয়েনার আদালত।
গ্রাসার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি।
২০০০ সালে দায়িত্ব নেওয়ার সময় তিনিই ছিলেন অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে কমবয়সী অর্থমন্ত্রী।
যে মামলায় তার কারাদণ্ডের রায় হল তাতে ১৪ আসামির সবার বিরুদ্ধে মুদ্রা পাচার, জালিয়াতি, নথি বিকৃতিসহ একাধিক অভিযোগ ছিল।
আদালতের ভাষ্য অনুযায়ী, গ্রাসার ও এক দালাল সরকারি মালিকানাধীন ৬০ হাজার অ্যাপার্টমেন্ট বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি প্রকল্পের নিলামের তথ্য সুনির্দিষ্ট একটি কনসোর্টিয়ামকে দিলে তারা প্রতিদ্বন্দ্বীদের টপকে প্রকল্পটি হাতিয়ে নেয়।
কনসোর্টিয়াম ওই অ্যাপার্টমেন্টগুলো ৯৬১ মিলিয়ন ইউরোতে কিনে নেয় এবং ঘুষ হিসেবে ক্রয়মূল্যের এক শতাংশ (৯৬ লাখ ইউরো) ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়ার সাবেক সাধারণ সম্পাদক ওয়াল্টার মিশবের্গার ও লবিস্ট গোশেগারকে দেয়। দুর্নীতির দায়ে মিশবের্গার ও গোশেগারকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘুষ হিসেবে দেওয়া ওই টাকা পরে ইউরোপের ছোট দেশ লিখটেনস্টাইনের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় বলে আদালত প্রমাণও পেয়েছে।
কয়েকশ’ সাক্ষীর সাক্ষ্য, টেলিফোনে আড়ি পেতে নেওয়া কথোপকথনের ভিত্তিতে দুর্নীতির এ মামলার রায় দেওয়া হয় বলে জানিয়েছে অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো।
বিচারক মারিয়ন হোহেনেকার রায় ঘোষণার সময় বলেন, “যারা সততার সঙ্গে ব্যবসা করে তাদের লিখটেনস্টাইনে ব্যাংক অ্যাকাউন্টের দরকার পড়ে না।”
গ্রাসারের আইনজীবী তার মক্কেলকে দেওয়া কারাদণ্ডের রায়কে ‘ভয়াবহ অবিচার’ অ্যাখ্যা দিয়ে শিগগিরই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন।
-
ট্রাম্প-নীতি বদলাতে কাজ শুরু বাইডেনের
-
মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
-
আমান্ডা গোরম্যান: বাইডেনের অভিষেকে কবিতা পড়া এই কবি কে?
-
বাইডেনের গাড়ির নম্বরও ছিল ‘৪৬’
-
এমন অভিষেক আগে দেখেনি কেউ
-
ঐক্য ছাড়া শান্তি আসবে না: প্রেসিডেন্ট বাইডেন
-
প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ পেল যুক্তরাষ্ট্র
-
মাদ্রিদে বিস্ফোরণে নিহত ৩
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প