যুক্তরাষ্ট্রে কোভিড টিকা বাধ্যতামূলক হবে না: বাইডেন
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 10:19 AM BdST Updated: 05 Dec 2020 10:19 AM BdST
করোনাভাইরাসের কোনো টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদিত ও সহজলভ্য হলেও তা সবাইকে নিতে বাধ্য করা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) মার্কিনিদের নিজের ঘর ছাড়া অন্য যে কোনো চার দেয়ালে আবদ্ধ কক্ষের ভেতর মাস্ক পরতে বলার পর বাইডেনের টিকা নিয়ে এ মন্তব্য এল।
যুক্তরাষ্ট্র এখন করোনাভাইরাসের ‘উচ্চ পর্যায়ের সংক্রমণ পর্বে প্রবেশ করেছে’ বলে জানিয়েছে সিডিসি।
কেবল শুক্রবারই দেশটিতে প্রায় সোয়া দুই লাখ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত ও আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, জানিয়েছে বিবিসি।
করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে; মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছুঁইছুঁই।
ভাইরাস সংক্রমণজনিত উদ্বেগের কারণে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথ ও অভিষেক অনুষ্ঠানের জমায়েতের আকার ছোট হতে পারে বলে বাইডেন ধারণা দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টিকা সরবরাহে অনুমতি চেয়ে এরই মধ্যে ফাইজার-বায়োএনটেক ও মডার্না দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে।
ক্লিনিকাল ট্রায়ালে তাদের টিকা ৯৫% কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি করেছে ফাইজার। আর মডার্নার মতে, তাদের টিকা ৯৪% কার্যকর।
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য বুধবার ফাইজারের টিকা ব্যবহারে অনুমতি দিয়েছে।
শুক্রবার আটলান্টার সিডিসি পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই একটি কোভিড-১৯ টিকা কর্তৃপক্ষের অনুমোদন পেতে যাচ্ছে বলে জানান।
একইদিন ডেলওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় বাইডেন বলেন, করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন পড়বে না।
আগের দিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নবনির্বাচিত এ প্রেসিডেন্ট বলেন, টিকার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে তিনি জনসমক্ষেই টিকা নিতে রাজি।
সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনও জনসমক্ষে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক এখন টিকা নিতে প্রস্তুত বলে দেখা গেছে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৫১ শতাংশ।
-
ট্রাম্প-নীতি বদলাতে কাজ শুরু বাইডেনের
-
মার্কিন সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
-
আমান্ডা গোরম্যান: বাইডেনের অভিষেকে কবিতা পড়া এই কবি কে?
-
বাইডেনের গাড়ির নম্বরও ছিল ‘৪৬’
-
এমন অভিষেক আগে দেখেনি কেউ
-
ঐক্য ছাড়া শান্তি আসবে না: প্রেসিডেন্ট বাইডেন
-
প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ পেল যুক্তরাষ্ট্র
-
মাদ্রিদে বিস্ফোরণে নিহত ৩
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি