দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, কড়াকড়ি আরোপ

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাস সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। ইস্টার্ন কেপ প্রদেশে ভাইরাস সংক্রমণ রেকর্ড গড়ে অঞ্চলটি নতুন হটস্পট হয়ে উঠেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 12:44 PM
Updated : 4 Dec 2020, 12:44 PM

এ পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রদেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

পূর্বাঞ্চলীয় ‘নেলসন ম্যান্ডেলা বে’ এলাকায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। এলাকাটি ইস্টার্ন কেপ প্রদেশের বৃহত্তম পৌরসভা।

বিবিসি জানায়, সৈকত এলাকায় বৃহস্পতিবার থেকেই প্রকাশ্যে মদপান নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, সৈকতে মদপান নিষিদ্ধ থাকলে লোকজনের আনাগোনা কমবে।

এছাড়াও, দক্ষিণ আফ্রিকায় ইনডোরে আয়োজিত কোনও অনুষ্ঠানের অতিথিসংখ্যা কমিয়ে ১শ’ করা হয়েছে এবং বাইরের কোনও অনুষ্ঠানে একসঙ্গে সর্বোচ্চ ২৫০ জনের জমায়েতের নিয়ম চালু করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের জনগণের কাছে এইসব বিধিনিষেধে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা।

দক্ষিণ আফ্রিকায় মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮০০, ৮৭২ জনের। এর মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশে শনাক্ত রোগীর সংখ্যা রেকর্ড ১৩২,১৪৯ জন।